হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় টাইফয়েড টিকা দান ক্যম্পইন উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা উপজেলা পরিষদ হল রুমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে Gavl path unicep world health organlzation bangladesh এর সহযোগিতায় ভেড়ামারা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যম্পইন উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়।
এই উদ্বুদ্ধ করণ সভায় ভেড়ামারা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, প্রাইমারি বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক ও মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার তিনি বলেন , আগামী ১২ ই অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর পর্যন্ত টাইফয়েড এর টিকা দেওয়া হবে।মাধ্যমিক স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষক ও ইমামদের নিয়ে টাইফয়েড টিকাদান সম্বন্ধে ধারণা ও উদ্বুদ্ধকরন সভার করার কারণ একটাই সেটা হচ্ছে সারা বাংলাদেশে এই প্রথম সরকারিভাবে বিনামূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯ থেকে ১৫ বছর ছেলে মেয়েদের টাইফয়েড এর টিকা দেয়া হবে। ভেড়ামারা উপজেলা মোট ৫৩ হাজার ৪ শত ৮০ জনকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। এর মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কিন্ডারগার্ডেন স্কুল, মাদ্রাসার ছাত্র পাবে -১৫৭৯৫ জন। ছাত্রী পাবে -১৬৯৩৩ জন।কমিউনিটি ক্লিনিক থেকে দেওয়া হবে -২০৩২০ জনকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। তিনি আরো বলেন, এই টিকা নেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে এবং পেপার পত্রিকা মাইকিং এর মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করতে হবে। করোনা ভ্যাকসিন টিকার কার্ড যেমন গুরুত্বপূর্ণ করেছে। এরূপ এই টাইফয়েড টিকার কার্ড গুরুত্ব বহন করবে। এই টাইফয়েড টিকাদান কর্মসূচি আগামী ১২ ই অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর পর্যন্ত টাইফয়েড এর টিকা দেওয়া হবে। অনুষ্ঠানের সভাপতি করেন ডঃ মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার মো: লতিফুল কবির মেডিকেল অফিসার ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স, ডাক্তার মোঃ আসিফ সিদ্দিকী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তালুকদার, অফিসার,জালাল উদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এমদাদুল হক বিশ্বাস উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আলপনা রানী বিশ্বাস। সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বক্তব্য দেন।