1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
চৌধুরী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল দৌলতপুর - dailynewsbangla
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র তাপদাহে নগরীর ১০ টি পয়েন্টে স্যালাইনপানি বিতরণ করবে রাসিক দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে  প্রতিপক্ষের উপর হামলা, আহত ৩ বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পথচারীদের বিশুদ্ধপানি ও খাবার স্যালাইন বিতরণ বোয়ালমারীতে ২০টি মাদক মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার বদলগাছীতে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ১০ বছর  কারাদণ্ড বোয়ালমারীতে  সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ণ সংক্রান্ত আলোচনা বগুড়া সান্তাহারে  নারী মাদক  ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মধ্যে ১ জন প্রর্থীর মনোনায়ন অবৈধ ঘোষনা।  ঐতিহাসিক পাহারপুর বৌদ্ধ বিহারে পর্যটকদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা সভা  বোয়ালমারীতে  অবৈধ জাল জব্দ পুড়িয়ে ধ্বংস

চৌধুরী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল দৌলতপুর

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২

 

নিজস্ব প্রতিবেদক:কুষ্টিয়ার দৌলতপুরে একটি আওয়ামী রাজনীতির ভরসার জায়গা চৌধুরী পরিবার। ওই পরিবারের সন্তান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক ও হোগলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান লোটন চৌধুরী সহ আ.লীগের ২২ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার আল্লারদর্গা হাই স্কুল মাঠে এ কর্মসূচি করা হয়।

উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজিত কর্মসূচির শুরুতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আ.লীগ নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আল্লারদর্গা আ.লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে আল্লারদর্গা হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হোগলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হবিবুর রহমান লস্কর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ—সভাপতি ও কুষ্টিয়া—১(দৌলতপুর) আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী,ভেড়ামারা উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শামিমুল ইসলাম ছানা,  কুষ্টিয়া জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক ও উপজেলা আ.লীগের সদস্য মোফাজ্জেল হক, উপজেলা আ.লীগের সহ—সভাপতি শহিদুল ইসলাম হালসানা,মথুরাপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি দৌলতপুর উপজেলা আ.লীগের সদস্য, ও সাবেক চেয়ারম্যান হাসিমুদ্দিন হাসু, দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাধারন সম্পাদক আব্দুল কাদের, যুগ্ম—সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চু,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহেল মাসুদ সুইট,  জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আ.লীগের সদস্য মামুন কবিরাজ,  কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম—সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, যুবলীগ সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান লোটন চৌধুরী সহ আ.লীগের নেতাকর্মীদের রাজনৈতিক ভাবে হেয় করার লক্ষে একটি মহল ঈর্শ্বান্নিত হয়ে তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আ.লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। ঘটনার দিন টোকেন চৌধুরী বিদেশের মাটিতে অবস্থান করলেও তার নামে মামলা করা হয়েছে। এর থেকেই বুঝা যাচ্ছে মামলাটি সম্পূর্ণ রূপে মিথ্যা। তাই অনতিবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত ১৩ মে শুক্রবার দৌলতপুর থানায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক ও হোগলবাড়ীয়া ইউপির জননন্দিত চেয়ারম্যান সেলিম চৌধুরী ও যুবলীগ সভাপতি টোকেন চৌধুরী সহ ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন উপজেলার নতুন আমদহ গ্রামের এনামুল হক। বাদী মামলাটিতে উল্লেখ করেন গত ১১ মে রাত সাড়ে ১১ টায় বাদীর ছেলে সালামকে আসামীরা মারধর করে আহত করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ