সত্যখবর ডেস্ক: ৬ দিনব্যাপী উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক সত্যখবর পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাসিবুর রহমান রিজু।
১ মার্চ কুষ্টিয়া বঙ্গবন্ধু মার্কেটের ৩য় তলায় পত্রিকার প্রধান কার্যালয়ে কেক কাটা হয়। ২ মার্চ কুষ্টিয়া থেকে কক্সবাজার এর উদ্দেশ্যে রওনা হয় সত্যখবর পত্রিকার পরিবারের সকল সদস্য। ৩ মার্চ বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বড? সমুদ্র সৈকত কক্সবাজারে পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাসিবুর রহমান রিজুর নেতৃত্বে ২য় বারের মতো কেক কাটা হয়।
কেক কাটা শেষে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ টেকনাফ হয়ে সেন্টমার্টিন সমুদ্র স্নান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৫ মার্চ সেন্টমার্টিন থেকে বিচ্ছিন্ন ছেঁড?া দ্বীপ ভ্রমণ শেষে আবারও জাহাজে করে কক্সবাজারে উদ্দেশ্যে রওনা হয় এবং
সেই রাতে হোটেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেতে ওঠে সত্যখবর পত্রিকার পরিবারের সকল সদস্য।
৬ মার্চ কক্সবাজার শহরে ঘোরাঘুরি শেষে বিকেলে রওনা হয় প্রিয় কুষ্টিয়ার উদ্দেশ্যে। গতকাল ৭ মার্চ কুষ্টিয়াতে পৌঁছায় সত্যখবর পরিবার। এভাবেই পালন করা হয় সত্যখবর পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সত্যখবর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আসাদুল ইসলাম
আসাদ সহ পত্রিকার সকল প্রতিনিধি। উলেখ্য, দৈনিক সত্যখবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।