1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দশমিনায় উপজেলা পর্যায়ে দক্ষতা ও উদ্যোক্তা বিষয়ক কর্মশালা - dailynewsbangla
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
লালপুরে আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান সহ ৮ জনের ৩ দিনের রিমান্ড নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হতে যাচ্ছে ৯৭ একর জমিতে লালপুরে শিব শিলায় গঙ্গাজল অর্পণ বোয়ালমারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ  ভেড়ামারায় মেধাবী  শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট  সনদ  বিতরণ ভেড়ামারায় ক্ষুদ্র প্রান্তিক   কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অফিস সময়ে রান্নায় ব্যস্ত পশ্চিমাঞ্চল রেলের কর্মচারীরা, উঠেছে অফিস কাজে অনীহার অভিযোগ ভেড়ামারায় আলামিন জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা পরিচ্ছন্নতার নামে বোয়ালমারী সরকারি কলেজের গাছের বড় বড় ডাল কর্তন দৌলতপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচিতে ভার্চুয়াল শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত

দশমিনায় উপজেলা পর্যায়ে দক্ষতা ও উদ্যোক্তা বিষয়ক কর্মশালা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
মোঃবেল্লাল হোসেন দশমিনা ( পটুয়াখালী) প্রতিনিধি স্কিলস ফর এমপ্লয়মেন্ট ও ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ESIP এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে কর্মশালার আয়োজন করা হয়। সামাজিক প্রচার কর্মসূচি হিসেবে  উপজেলার জনপ্রতিনিধি, ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মী ছাড়াও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন এই কর্মশালায়।
কর্মশালা সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. মহিউদ্দিন আল হেলাল।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, বিসিসি এক্সপার্ট একেএম মঞ্জুরুল হক, এবং ফিল্ড মনিটরিং অফিসার আখিরুজ্জামান খান। অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্টরা  জানান ৩১ মে ২০২২ পর্যন্ত ৫ লক্ষ ৬৯ হাজার ৪৬৯ জনকে প্রশিক্ষণ দিয়েছে, তার মধ্যে ৫ লক্ষ ৮০২ জন সফলভাবে প্রশিক্ষণ শেষ করেন,শেষে ৩ লক্ষ ৫৫ হাজার ৪৪ জনকে চাকরি প্রদান করেছে। এ সময় বলে আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৯৪তম। কিন্তু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী। বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাল অতিক্রম করছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা ত্বরান্বিত করতে দেশের বিপুলসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠীকে জনসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। দেশের কর্মক্ষম জনসংখ্যাকে দক্ষ জনশক্তি রূপান্তরিত করতে না পারলে আমাদের কাঙ্ক্ষিত অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে,গড়ে অন্তত ২০ লাখ মানুষ দেশের শ্রমবাজারে প্রবেশ করছে। এর গুরুত্ব বিবেচনায় নিয়ে সরকার নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছে।২০৩০ সালের মধ্যে সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ এগিয়ে চলছে।
এসব অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১ কোটি মানুয়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই বিদেশে ভালো কাজ ও উন্নত বেতনের জন্য অবশ্যই দক্ষকর্মী পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সফলভাবে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানসম্পদে রূপান্তরের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে স্থান করে দেয়ার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কাজ করছে।
বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। বিশাল এই জনগোষ্ঠীকে অর্থনৈতিক মূলধারার বাইরে রেখে দেশের সার্বিক অগ্রগতি অর্জন কখনই সম্ভব না। বিষয়টিকে বিবেচনায় নিয়ে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ কার্যক্রমে নারীদের অগ্রাধিকার প্রদান করা হচ্ছে এবং কমপক্ষে ৩০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ