কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে টাংগাইল নাগরপুরে ভূট্টা চাষে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ২৪ তারিখ সোমবার সকাল হতে আাজ মঙ্গলবার সকাল পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ার কারণে ভূট্টাক্ষেতসহ বিভিন্ন গাছপালা, রাস্তাঘাট এর ব্যাপক ক্ষতি হয়ছে।
কয়েকজন ভূট্টাচাষির সাথে কথা বলায় তারা জানায়, কয়েক বার চাষ দেওয়ার পর জমি ভূট্টা বুনার উপযোগী হয়। ভূট্টা বীজ বুনার ২ থেকে ৩ দিন পর বীজ থেকে চারা হয়। ঠিক সে সময় প্রাকৃতিক দূর্যোগ এর হানা। চাষিরা আরও জানায়, এভাবে টানা বৃষ্টি ২ থেকে ৩ দিন থাকলে ভূট্টার বীজ পঁচে যাবে।
ভূট্টাচাষিরা ব্যাপক হতাশায় দিনপার করছেন। সাধারণ মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না।