1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে রাতের আধারে রেলওয়ের গাছ কাঁটতে গিয়ে চাপা পড়ে চা বিক্রিতার  মৃত্যু - dailynewsbangla
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বোয়ালমারীতে রাতের আধারে রেলওয়ের গাছ কাঁটতে গিয়ে চাপা পড়ে চা বিক্রিতার  মৃত্যু পুঠিয়ায় কলা বাগান থেকে মিললো যুবকের লাশ রাজশাহীতে সাংবাদিক ছদ্মবেশি মাদক কারবারি ও প্রতারক গ্রেফতার ফারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি আদায়ের অভিযোগ দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক ঘোড়াঘাটে অনলাইনে প্রতারণা ৫৬ শিক্ষার্থী ফিরে পেল টাকা বোয়ালমারীতে মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি মারা গেছে ভেড়ামারায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনকে এক মাসের কারাদণ্ড বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

বোয়ালমারীতে রাতের আধারে রেলওয়ের গাছ কাঁটতে গিয়ে চাপা পড়ে চা বিক্রিতার  মৃত্যু

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বোয়ালমারীতে রাতের আধারে রেলওয়ের গাছ কাঁটতে গিয়ে চাপা পড়ে চা বিক্রিতার  মৃত্যু

 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে রেলওয়ের গাছ চুরি করে কাঁটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মাসুদ শেখ (৪২) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশ উদ্ধারের সময় তার বাম হাত ভাঙ্গা পাওয়া গেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বোয়ালমারী উপজেলার ঘোড়াখালী রেলগেট এলাকায় রেলওয়ের গাছ কাটতে গিয়ে তিনি চাপা পড়ে মারা যায় বলে জানা গেছে।

মাসুদ শেখ বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের গামের মৃত ইসমলাইল শেখের ছেলে। মাসুদ শেখ ভীমপুর বাজারে চা বিক্রি করে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাতের বেলায় জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ঘোড়াখালী রেলগেট এলাকায় রেলওয়ের বিভিন্ন প্রজাতির গাছ রাতের আঁধারে কেটে নিয়ে যাচ্ছে চোরচক্রের একটি দল। এসব গাছ কাটতে চোরচক্ররা স্থানীয় শ্রমিকদের ব্যবহার করে এসব অপকর্ম চালাচ্ছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার গভীর রাতে ভীমপুর গ্রামের বাসিন্দা মাসুদ শেখ ঘোড়াখালী রেলগেট এলাকায় রেলওয়ের গাছ কাটতে গিয়ে চাপা পড়ে মারা গেছে। এ সময় মাসুদের মরদেহের পাশেই একটি গাছ কাটা অবস্থায় পড়ে ছিল। বুধবার সকালে স্থানীয়রা রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা দেখে গ্রাম পুলিশ ও থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বেলা ১১টার দিকে নিহত মাসুদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে জানিয়েছেন ওসি মাহমুদুল হাসান।

নিহতের স্ত্রী সাবিনা বেগম বলেন, “গত রাতে আমার স্বামী বাড়ি থেকে বের হয়। কোথায় গিয়েছিল জানি না। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই যে, আমার স্বামী গাছের নিচে চাপা পড়ে মারা গেছে। পুলিশ লাশ থানায় নিয়ে গেছে।

এ ব্যাপারে ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব বলেন, ‘গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। প্রকৃতপক্ষে শ্রমিকরা পেটের দায়ে কাজ করে, কিন্তু কারা তাদের দিয়ে এসব করাচ্ছে তা খুঁজে বের করার জন্য প্রশাসনকে অনুরোধ করেছি। আজকে হইতো শ্রমিক মাসুদ মারা না গেলে হয়তো ঘটনাটি প্রকাশও হতো না। মাসুদ দিনমজুরি ছিল।

 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। প্রকৃত ঘটনা জানার জন্য লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ