বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ী নতুন বাজার থেকে রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে যৌথবাহিনীর অভিযান চালিয়ে মো. জিহাদ মোল্যা (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় ওই মাদক কারবারীর কাছ থেকে ১২৫ ইয়াবা বড়ি ও ১টি রেদমী টাস মোবাইল উদ্ধার করেন। আটককৃত মাদক কারবারী সালথা থানার খারদিয়া গ্রামের সামাদ মোল্যা ছেলে। জিহাদ মোল্যা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে।
আটকের ঘটনায় বোয়ালমারী থানার এসআই শিমুল মোল্যা বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নাম্বর ৭।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীর তথ্য ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। মাদকসহ আটকের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে সোমবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ নির্মূলে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।