1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি মারা গেছে - dailynewsbangla
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক ঘোড়াঘাটে অনলাইনে প্রতারণা ৫৬ শিক্ষার্থী ফিরে পেল টাকা বোয়ালমারীতে মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি মারা গেছে ভেড়ামারায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনকে এক মাসের কারাদণ্ড বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক রাজশাহীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস -২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বোয়ালমারীতে পাগলা ঘোড়ার আক্রমনে আহত-১০ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

বোয়ালমারীতে মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি মারা গেছে

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বোয়ালমারীতে মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি মারা গেছে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে যাকে সামনে পাচ্ছিল, তাকেই কামড়ানো পাগলা ঘোড়াটির জলাত্মক রোগে মারা গেছে। ঘোড়ার মালিকের খোঁজ না পাওয়ায় মাটি চাপা দিয়েছে স্থানীয়রা।
 সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পাগলা ঘোড়াটি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী। এর আগে গত শনিবার ও রবিবার পাগলা ঘোড়াটির কামড়ে গণমাধ্যমকর্মীসহ ৮-১০ জন নারী-পুরুষ আহত হয়। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এলাকা সূত্রে জানা গেছে, গত শনিবার ও রবিবার সকালে জেলার বোয়ালমারী পৌরসদরের কলেজ রোড, আধারকোঠা ও চৌরাস্তা এলাকায় যাকে দেখছিল তাকেই কামড়াছিল মালিক হারা পাগলা ঘোড়াটি। তাছাড়া অনেকেই ঘোড়াটির লাথিতে আঘাত প্রাপ্ত হয়েছেন। এতে উপজেলাবাসীসহ আশপাশের বাসিন্দারা বেশ আতঙ্কিত হয়ে পড়ে। আহতরা স্থানীয় সরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে কাজী হাসান ফিরোজ নামে এক গণমাধ্যমকর্মী মারাত্মক আহত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আহতদের মধ্যে অন্যরা হলেন, আতাউর রহমান (৫৫), মো. আবু বক্কর সিদ্দিক, (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম (৩৪)। ঘোড়ার আক্রমনের শিকার অজ্ঞাত কয়েকজন অন্যত্র চিকিৎসা নিয়েছেন। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে ঘোড়ায় কামড়ানো ব্যক্তিদের জলাত্মক টিকা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। অনেকেই জলাত্মক টিকা নিয়েছেন।
বোয়ালমারী সদরের চৌরাস্তা এলাকার ব্যবসায়ী জুয়েল এন্টার প্রাইজের স্বত্ত্বাধীকারী জুয়েল মিয়া জানান, রবিবার সকালে দোকান খোলার সময় আমাকে ঘোড়াটি তেড়ে কামড় দিতে আসে। দোকান থেকে লাঠি নিয়ে ধাওয়া দিলে দূরে চলে যায় ঘোড়াটি। আমার সামনেই এক ব্যক্তি সাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকেও আক্রমন করে ঘোড়াটি। শুনেছি ঘোড়াটি মারা গেছে।
 সোমবার দুপুরে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. কে এম মাহামুদ রহমান জানান, পাগলা ঘোড়ায় কামড়ানো আহত ৫জন ব্যক্তি হাসপাতাল থেকে রবিবার চিকিৎসা নিয়েছেন। ঘোড়ায় কামড়ানো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নাই। হাসপাতাল থেকে আহত ব্যক্তিদের সরকারি ভাবে বিনামূল্যে জলাত্মক টিকা নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ