কাজী মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার: টানা তৃতীয়বারের মতো ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজীর আহমেদ। এছাড়া সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পনিরুজ্জামান তরুন।
শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়।
এদিন বিকেল ৫টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।
এসময় বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা নাকি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কিছুতেই নির্বাচনে যাবে না। গাধা যেমন পানি ঘোলা করে খায়। সময় এলেই দেখা যাবে বিএনপি নির্বাচনে যায় কি না।
এদিন দুপুরে সোয়া ২টার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সম্মেলন উদ্ধোধন করেন।
এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ঢাকা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।