কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাস্থ নাগরপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্তৃক আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ২৪শে ফেব্রুয়ারি’২৩ রোজ শুক্রবার দিনব্যাপী গণসংযোগ করলেন নাগরপুর-দেলদুয়ারের গণমানুষের নেতা, একসময়ে রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা, টাঙ্গাইল জেলা আ’লীগের অন্যতম প্রভাবশালী কর্মী বান্ধব জননেতা তারেক শামস্ খান হিমু।
অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ঐতিহাসিক সেগুনবাগিচায় স্বনামধন্য এক রেস্তোরাঁয় নাগরপুর উপজেলাধীন ভাদ্রা সমিজ উদ্দিন তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নকল্পে এক মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট বিজ্ঞানী ড. সানোয়ার হোসেন।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রত্যেকটি মসজিদ ও মাদ্রাসায় ব্যাপক উন্নয়ন হচ্ছে।
উক্ত মাদ্রাসার উন্নয়নকল্পে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।
এছাড়া আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করব, মাদ্রাসায় যদি প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থায় শিক্ষার সুযোগ করা হয় তাহলে আমরা আরো একধাপ এগিয়ে যাব।
উক্ত অনুষ্ঠান শেষে ঢাকার ঐতিহাসিক লাল কুঠিরে নিজ ইউনিয়ন সালিমাবাদের উন্নয়ন প্রসঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, কর্মজীবী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব জি.এম ফারুক হোসেন সহ সলিমাবাদ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা তারেক শামস্ খান হিমু বলেন- আপনারা সকলেই অবগত আছেন, আমি হঠাৎ করেই রাজনীতিতে আসিনি। দীর্ঘদিন যাবত তৃণমূল থেকে রাজনীতি করে আসছি। আমার নিজের ইউনিয়ন সলিমাবাদ ইউনিয়ন তথা সমগ্র নাগরপুর উপজেলার যেকোনো উন্নয়নমূলক কর্মকান্ডে বিরোধী দলে থাকা অবস্থায় এবং সরকারি দলে থাকা অবস্থায় যেরকম পাশে ছিলাম, বর্তমানে যেভাবে আছি এবং ভবিষ্যতেও ঠিক একইভাবে পাশে থাকবো, ইনশাআল্লাহ।
আমরা আগামীতে একটি স্মার্ট নাগরপুর নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার প্রত্যয়ে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যার যার অবস্থান থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগ কে পুনরায় সরকার গঠনের জন্য কাজ করে যাচ্ছি। এভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।