1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে চোর আটক, পুলিশে দেওয়ার পরও গ্রাম বাসির সালিশে ১০ লক্ষ টাকা জরিমানা - dailynewsbangla
শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
তানোরে সাংবাদিকের বাড়িতে ডাকাতি চেষ্টা দায়ের কোপে জখম ১০ বছরের ভাগনে ও মা ঘোড়াঘাটে কলেজ ছাত্রলীগ শাখার যুগ্ম সম্পাদক গ্রেপ্তার নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সংগঠনের পৃথক পৃথক আয়োজন বোয়ালমারীতে নারী শ্রমিককে হত্যা লাশ উদ্ধার ঘোড়াঘাটে মহান মে দিবস পালিত দৌলতপুরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার বোয়ালমারীতে ৮ মিনিটের শিলাবৃষ্টিতে পাটচাষীদের সর্বনাশ বাগমারায় গর্ত খুঁড়ে রাস্তা বন্ধ করা হয়েছে, বিপাকে ৫০ পরিবার চোখের জলে বিদায় দিলো সহকারী শিক্ষা অফিসার আজিজুর রহমান খাঁনকে মান্দায় আমানতের টাকা ফেরত না দেওয়ায় সমবায় সমিতির মালিককে পিটুনি

বোয়ালমারীতে চোর আটক, পুলিশে দেওয়ার পরও গ্রাম বাসির সালিশে ১০ লক্ষ টাকা জরিমানা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী গ্রামের মুন্সিপাড়া ৪ চোর গ্রামবাসির হাতে আটক। খবর পেয়ে ডহরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরদের আটক করেছেন। বর্তমানে চোরের দল ফাঁড়ির হাজতে রয়েছে। এদিকে পুলিশ চোরদের ফাঁড়িতে নিয়ে যাওয়ার পর পরমেশ্বদী মুন্সিপাড়া গ্রামের স্থানীয় মাতুব্বর সিরাজুল ইসলাম মুন্সি, হান্নান মোল্যা, আক্তার হাফেজ, মান্নান মোল্যা, ইছাক মোল্যা, রশিদ মোল্যা, রওশন মোল্যাসহ আক্তার হাফেজের বাড়িতে শালিস বৈঠক বসিয়ে চোরদের অভিভাবকদের হাজির করে শালিসে বক্কার শেখকে ৫ লক্ষ, মোকসেদ সিকদারকে ৩লক্ষ, ফজল মোল্যাকে ২ লক্ষ মোট ১০ লক্ষ টাকা জরিমানা করেন। এ সময় বক্কার শেখ টাকা দিতে পারবে না জানালে তার ভিটে বাড়ি লিখে দিয়ে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেন মাতুব্বররা। সরজমিন গিয়ে জানা যায়, পরমেশ্বদী গ্রামে দীর্ঘদিন ধরে, মাঠ থেকে স্যালোমেশিন, মটোর, টিউওবয়েল চুরি করে আসছে পরমেশ্বদী গ্রামের শিপন (১৮), মামুন সিকদার (১৩), ফরহাদ (১২), রিয়াদ (১১)। রবিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে পরমেশ্বদী ঈদগাহের টিউওবয়েল চুরি করে নিয়ে যাবার সময় তাদের হাতে নাতে ধরে গ্রামবাসি। পরে তাদের ওই গ্রামের কাঞ্চন দফাদারের বাড়িতে রাতে আটকিয়ে রেখে সোমবার সকালে আক্তার হাফেজের বাড়িতে নিয়ে শালিসে বসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরদের আটক করে ফাড়িতে নিয়ে যায়। আক্তার হাফেজ শালিস বৈঠকের বিষয় বলেন, শালিস করেছিলাম। পরে শালিসের রায় বাদ দেওয়া হয়েছে। এসআই কবির হোসেন বলেন, চোর আটকিয়ে রাখা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চোরদের আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ওরা যে চুরি করেছে তা আটককৃতরা স্বীকার করেছে। শালিসের বিষয়ে কবির হোসেন বলেন, চোরদের পুলিশ আটক করেছে। তাদের বিচার আইন করবে। স্থানীয় মাতুব্বররা শালিস করে বসত ভিটা লেখে দিতে বলেছে এটা বোধ হয় ঠিক করেননি।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ