বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধি: ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০। “তথ্য সবার অধিকার সংকটে হাতিয়ার” শ্লোগান ” সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় সালথা উপজেলা সম্মেলন কক্ষে এ দিবসটি পালন করা হয়।
এসময় সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন বাচ্চু, এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ।
সভায় তথ্য অধিকার কি এবং এর আইন সম্পর্কে সকলকে অবহিত করেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ হাসিব সরকার। তিনি বলেন, প্রশাসনের সকল স্তরে দুর্নীতি রোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা অপরিসীম। এ আইনের সুযোগ-সুবিধা কাজে লাগানোর জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।