কাজী মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে আন্তঃ কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান’২৩ আজ ১১ ই মার্চ রোজ শনিবার সকাল ৯:০০ ঘটিকার সময় নাগরপুর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মীর ওবায়েদ হোসেনের সভাপতিত্বে, নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উদীয়মান তরুণ শিক্ষক নেতা মোঃ গোলাম মোস্তফা গোলাম -(এম.এস.এস.- রাষ্ট্রবিজ্ঞান) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সবুজ।
ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর,বিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়ান খান মেমোরিয়াল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ বাবু অমলেন্দু সোম রায়।
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির আওতাভুক্ত সকল কিন্ডারগার্টেন স্কুল এর প্রতিষ্ঠাতা/পরিচালক, সহকারী শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং বিদ্যালয়ের প্রাণ সকল ছাত্র-ছাত্রীরা তাদের অভিভাবকদের সাথে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নাগরপুরের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা পাঠ শেষে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আন্তঃ কিন্ডারগার্টেন বার্ষিক প্রতিযোগিতা শুরু হয়।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী থেকে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া বিগত ২০২২ সালে অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় যে সকল মেধাবী শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন শ্রেণি হতে বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদের মধ্যে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের মাধ্যমে দিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হয়।
এ বিষয়ে অত্র অনুষ্ঠানের সঞ্চালক ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলাম এর সাথে গণমাধ্যমের কথা হয়।
তিনি গণমাধ্যমকে জানান – বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তাই শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে পরিপূর্ণভাবে ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশে সহযোগিতা করে।
তাই ছাত্র-ছাত্রীদের পরিপূর্ণ মানসিক বিকাশের জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। এছাড়াও যারা ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সেখান থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেয়া হলো, যা আগামী দিনে উক্ত শিক্ষার্থীর শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উৎসাহ প্রদান করবে।
আমি আজকের এই অনুষ্ঠানের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং সকল শিক্ষক-শিক্ষিকাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।