1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
ফলোআপ কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দেওয়া ছাত্রলীগ নেতার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা - dailynewsbangla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
বোয়ালমারীতে ৮ মিনিটের শিলাবৃষ্টিতে পাটচাষীদের সর্বনাশ বাগমারায় গর্ত খুঁড়ে রাস্তা বন্ধ করা হয়েছে, বিপাকে ৫০ পরিবার চোখের জলে বিদায় দিলো সহকারী শিক্ষা অফিসার আজিজুর রহমান খাঁনকে মান্দায় আমানতের টাকা ফেরত না দেওয়ায় সমবায় সমিতির মালিককে পিটুনি বোয়ালমারিতে শিল কুড়াতে স্কুলের শিক্ষার্থীরা ব্যস্ত ঘোড়াঘাটে পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা গ্রেপ্তার ২ মিরপুর উপজেলার ১৩  নং  ধুবইল ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন  বোয়ালমারীতে ধর্ষণ মামলার আসামী ১৯ দিন পর গ্রেপ্তার দৌলতপুরে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন বাগমারায় ধর্ষককে পালাতে সহযোগিতা করলেন ইউপি চেয়ারম্যান

ফলোআপ কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দেওয়া ছাত্রলীগ নেতার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি আপলোড দেওয়া উপজেলা ছাত্রলীগের সেই নেতার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।

বোয়ারমারী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ বাবুল হোসেন বাদি হয়ে শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসকে (২২) একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন।

সোমবার দুপুরে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক)/২৭(১)(ঘ)/৩১ ধারায় মামলাটি নথিভূক্ত করা হয়। মামলা নং ১৬। সোমবার বিকেলেই আসামিকে ফরিদপুর আদালতে চালান করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব অরফে সুদেব বিশ্বাস (২২) শনিবার সকালে কোমরের পিছন দিকে পিস্তল গুঁজে নিজের ফেসবুক ওয়ালে ছবি আপলোড করেন। পরে বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হলে তিনি ছবিটি ওয়াল থেকে তুলে নেন।

শুভ্রদেব সিং ওরফে সুদেব বিশ্বাস বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সুধীর বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজের সম্মান শ্রেণির ছাত্র। রোববার দুপুরে দক্ষিণ কামারগ্রামের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসের বিরুদ্ধে সন্ত্রাসী স্টাইলে নিজের দেহের ডান পাশে কোমরে অবৈধ অস্ত্র গুঁজে মোবাইলে ছবি তুলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে জনমনে আক্রমানাত্বক ও ভীতি প্রদর্শন, সাইবার সন্ত্রাসী কার্য সংঘটনসহ জনমনে অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে মামলা রেকর্ড হওয়ার পরই তাকে আদালতে চালান করা হয়েছে। তিনি আরও বলেন, সুদেবকে আটকের পর অস্ত্র উদ্ধারের জন্য নানান যায়গায় অভিযান চালানো হয়েছে। পরে ওই পিস্তলটি উদ্ধার করা হয়েছে। সেটি আসল কি খেলনা তা আদালত প্রমাণ করবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ