1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
সালথায় পরিত্যক্ত বোমা উদ্ধার - dailynewsbangla
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বোয়ালমারীতে পরিবারের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা  ঘোড়াঘাটে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও পাশের হারের শীর্ষে রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন নওগাঁর ৭০ শতাংশ সড়কবাতি নষ্ট হওয়ায় বেড়েছে চুরি-ছিনতাই বাঘায় মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা গল্প: চরাঞ্চলের এক নক্ষত্র – আলাল ভাই – পর্ব-২ গল্প: আলাল কানা – অন্ধ জীবনের বর্ণময় প্রদীপ- পর্ব ১ বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ইয়াবা সহ ব্যবসায়ী আটক দৌলতপুর সীমান্তে ১ কোটি ৮৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ: বিজিবি ও প্রশাসনের বড় সাফল্য দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তুলার বীজ বিতরন বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান মাদকসহ গ্রেপ্তার ২

সালথায় পরিত্যক্ত বোমা উদ্ধার

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

 বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় পরিত্যক্ত রকেট ল্যানচার (বোমা) উদ্ধার করা হয়েছে৷ শুক্রবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রাম থেকে এটি উদ্ধার করে সালথা থানা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে আগুলদিয়া গ্রামের সিরাজ মাতুব্বরের ছেলে সাত্তার মাতুব্বর (২১) বাড়ির উঠানে মাটি কাটার সময় মাটি কাটতে গিয়ে মাটিকাটা কুব দিতে গিয়ে কোদালে লাগে একটি পুরানো রকেট ল্যানচার (বোমা)। পরে মাটিকাটা শেষে গুপ্তধন মনে করে বাড়িতে রেখে দেয়। সাত্তার মাতব্বর বলেন, আমি রান্না ঘরের জন্য মাটি কাটার সময় ওই জিনিস পাই। পরে আমি নিজের কাছে রেখে দিই। বিষয় টি কয়েকজনকে বলার পরে তারা জিনিস টি কে দেখে বলে এটা বোমা। তারপর তারা সাংবাদিক ও পুলিশকে কল দেয়। স্থানীয় বাসিন্দা ফারুক মাতুব্বর বলেন, যে স্থান থেকে ওই জিনিস উদ্ধার করা হয়েছে সেখানে পাকিস্তান আমলের আগে থেকেই জঙ্গল ছিল। গত ৪০ বছর আগে ঐখানকার জঙ্গল কেটে ফেলা হয় এবং পরবর্তীতে মাটি দিয়ে ভরাট করা হয়। তোলা হয় বসতবাড়ি কয়েকদিন আগে সিরাজের ছেলে সত্তার গরুর ঘরের জন্য মাটি কাটার সময় এটি উঠে আসে। পরে ওই জিনিস ও নিজের কাছে রেখে দেয়। আজ শুক্রবার (২১ এপ্রিল) সকালে সাত্তার স্থানীয় লোকজনদের বলার পরে তাদের সন্দেহ হলে স্থানীয় বাসিন্দা পারভেজ মোল্লা (৩৪) নামে এক ব্যক্তি ৯৯৯ কল দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এটি রকেট ল্যানচার (বোমা) নিশ্চিত করেন। পরে বোমাটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক ঘটনা সত্যতার নিশ্চিত করেছেন। তিনি বলেন ৯৯৯ ফোন পেয়ে ঘটনা স্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে মরিচা ধরা লোহার একটি বোমা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি মর্টারসেল বোমা। এটা কি বোমা তা বিশেষজ্ঞরা বলতে পারবেন। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ