যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে নাগরপুরে ঈদুল ফিতর উদযাপন
কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: আজ পবিত্র ঈদুল ফিতর। মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে ত্যাগ ও সংযমের মহিমায় প্রতিটি মুসলমানদের ঘরে ঘরে আসে ঈদুল ফিতরের বার্তা। তাই সারা বাংলাদেশের মতো টাঙ্গাইলের নাগরপুরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সকাল ৯ ঘটিকার সময় নাগরপুর কেন্দ্রীয় ঈদগাহ (নাগরপুর সরকারি কলেজ) মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাআত অনুষ্ঠিত হয়। এছাড়া ধারাবাহিকভাবে নাগরপুরের সদরের বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে ঈদের অন্যান্য জামাআত অনুষ্ঠিত হয়। এই সময়ে নাগরপুর সদরের অসংখ্য মুসল্লী উক্ত নামাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নাগরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমামতি করেন হযরত মাওলানা মোহাম্মদ আলী। তিনি পবিত্র ঈদুল ফিতর ও মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে উপস্থিত মুসল্লিদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখেন। এরপর ঈদুল ফিতরের নামাজের পর খুতবা শেষে দেশ ও জাতির কল্যাণ ও অগ্রগতি কামনায় সকল মুসল্লিদেরকে সাথে নিয়ে দোয়া করা হয়।