1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
মাছ চুরি ও নিধনে ৫ লাখ টাকার ক্ষতি করায় থানায় অভিযোগ - dailynewsbangla
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বোয়ালমারীতে পরিবারের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা  ঘোড়াঘাটে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও পাশের হারের শীর্ষে রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন নওগাঁর ৭০ শতাংশ সড়কবাতি নষ্ট হওয়ায় বেড়েছে চুরি-ছিনতাই বাঘায় মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা গল্প: চরাঞ্চলের এক নক্ষত্র – আলাল ভাই – পর্ব-২ গল্প: আলাল কানা – অন্ধ জীবনের বর্ণময় প্রদীপ- পর্ব ১ বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ইয়াবা সহ ব্যবসায়ী আটক দৌলতপুর সীমান্তে ১ কোটি ৮৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ: বিজিবি ও প্রশাসনের বড় সাফল্য দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তুলার বীজ বিতরন বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান মাদকসহ গ্রেপ্তার ২

মাছ চুরি ও নিধনে ৫ লাখ টাকার ক্ষতি করায় থানায় অভিযোগ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের মাছ চুরি এবং বিষ প্রয়োগে নিধন করে ৫ লাখ টাকার ক্ষতির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে অভিযোগ দায়ের করেন উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের মৃত জলিল মোল্যার ছেলে ক্ষতিগ্রস্থ কৃষক মো. কামরুল ইসলাম (৩৬)।
অভিযোগ থেকে জানা যায়, কোন্দারদিয়া গ্রামের কামরুল ইসলাম পূর্বভাটদি গ্রামের নীল চাঁন মল্লিকের নিকট থেকে তার বাড়ির নিকটের পুকুরসহ জমি ক্রয় করে। এ নিয়ে নীল চাঁনের ভাতিজা মৃত কানাই মল্লিকের ছেলে মো. মুকুল মল্লিক (৪৮) ও মো. চুন্নু মল্লিকের (৫২) সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর জের ধরে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছে। গত ২৫ এপ্রিল মঙ্গলবার সকালে খবর পেয়ে কামরুল ইসলাম পুকুরে গিয়ে দেখতে পান মাছ মরে ভেসে উঠেছে এবং পুকুরে পর্যাপ্ত মাছ নেই। তিনি মুকুল ও চুন্নু মল্লিকের বাড়িতে গিয়ে পুকুরের মাছ দেখতে পান। তারা মাছ কেন মেরে নিয়েছে এবং পুকুরের মাছ কেন বিষ দিয়ে মেরেছে প্রশ্ন করলে কামরুলকে ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি দেওয়া হয়। কামরুল ইসলামের দাবি ভোরে তারা মাছ চুরি করে নিয়েছে। এতে তার (কামরুল) ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আব্দুল ওহাব লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ঘটনা জানতে পেরে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগে সরাসরি দুজনের নাম উল্লেখ করলেও কামরুল ইসলাম নিজে তাদের মাছ মারতে দেখেনি বা এলাকার কেউ দেখেনি। এ জন্য কামরুল ইসলামকে অভিযোগটি সংশোধন করে দিতে বলা হয়েছে। এরপর তদন্ত করে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় সকলের সাথে কথা বলে উদ্বুদ্ধ করা হয়েছে যাতে এরকম আর কোন ঘটনা এলাকায় না ঘটে।

 

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ