কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল এর ৭০তম জন্মদিন। ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ জামাল। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেন ঢাকা কলেজ থেকে। সংস্কৃতিপ্রেমী ও ক্রীড়াবিদ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। শহীদ শেখ জামালের ৭০ তম জন্মদিন তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানালেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী কর্মীবান্ধব জননেতা তারেক শামস্ খান হিমু। তিনি শেখ জামালের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমকে বলেন- শেখ জামাল বাংলাদেশের ইতিহাসের একটি অংশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও গৃহবন্দি ছিলেন। কিন্তু সেখান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে সম্মুখসমরে নেতৃত্ব দেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে ধানমন্ডি থেকে ভারতের আগরতলায় পৌঁছানোর পর সেখানে মুজিব বাহিনীতে (বাংলাদেশ লিবারেশন ফোর্সেস-বিএলএফ) যোগদান এবং প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরে অংশ নেন শেখ জামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শহীদ হন তিনি। আমি আজকের এই দিনে টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ারের সমগ্র জনগণের পক্ষ হতে এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের পক্ষ হতে শেখ জামালের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সেই সাথে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।