মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ ফাঁডি যৌত অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার কারেন্টজাল ও গলদা রেনুর ধরার ২ শতটি জাল জব্দ কার হয়।
সৎস্য অফিস সূত্রে জানা যায় উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অবৈধ করেন্ট জাল ও গলদা রেনুর জাল দিয়ে গলদা রেনু ধরার সময় উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ ফাঁড়ির যৌথ অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ করেন্ট জাল ও ২শত টি গলদা রেনুর জাল জব্দ করে।
উপজেলা মৎস্য অধিদপ্তর, দশমিনা, পটুয়াখালীর ক্ষেত্র সহকারি মিলন বিশ্বাস বলেন বৃহস্পতিবার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অবৈধভাবে গকদা রেনু ধরার সময় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২ শতটি গলদা রেনুর জাল জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার মাহবুবুর রহমান তালুকদার এর নির্দেশে পুরিয়ে ফেলা হয়। এসময় কাউকে আটক করা হয়নি। এ অভিযান অভ্যহত থাকবে।