বোয়ালমারীতে কাঁচা মরিচের দামে মধ্যবৃত্তদের ঈদ আনন্দ মাটি
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কাঁচা মরিচের দামে মধ্যবৃত্তিদের ঈদ আনন্দ মাটি হয়ে পড়েছে। বর্তমানে কাঁচা মরিচের কেজি ৪ শ’ শত টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে আদার কেজি ৪শ’ শত, কাকরোলের কেজি ২ শ’ শত টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বাড়াতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। উপজেলার বিভিন্ন বাজারে মঙ্গলবার (২৭ জুন) ঘুরে দেখা গেছে কাঁচা বাজারে মরিচ, আদা, কাকরোলের দাম আগুন ছুঁয়া। অনেক নিম্ন আয়ের মানুষ ১শ’ গ্রাম, ২ শ’ গ্রাম মরিচ কিনে বাড়িতে ফিরছে। তেলজুড়ী গ্রামের দরিদ্র রফিক বিশ্বাস, নজরুল বিশ্বাস বলেন, অন্যের ক্ষতে কাজ করে ৪ শ’ টাকা পায়। হাফ কেজি কাঁচা মরিচ ২ শ’ টাকা দিয়ে কিনলে চালসহ অন্য বাজার করবো কি ভাবে। সহস্রাইল বাজারের কাঁচা মাল ব্যবসায়ী আজিজ মোল্যা জানান, কাঁচা মরিচের দাম বাড়ার কারন হচ্ছে ফলন কম। আগে যে জমিতে ১০ কেজি মরিচ তোলা হতো সেখানে সেই জমি থেকে বর্তমানে ৫ কেজি মরিচ তোলা হয়। জমি থেকে অনেক মরিচ গাছ মরে যাওয়ার কারনে ফলন কম হচ্ছে। উপজেলা কৃষি বিদ ও কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, বৃষ্টিতে অনেক মরিচ ক্ষেত নষ্ট হওয়ার কারনে ফলন কম হচ্ছে। যার কারনে বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। আদা আমাদের দেশে তেমন হয় না। বিদেশ থেকে আমদানি করা হয় তাই দাম বৃদ্ধি।