1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
সালথায় মেজর (অবঃ) আতমা হা‌লি‌মের গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ - dailynewsbangla
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ার ভেড়ামারার রায়টা বালুঘাটে   ফিল্মী স্টাইলে গুলিবর্ষণ কৃষক আহত আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণা তুঙ্গে  ভেড়ামারায় তুলাচাষীদের মাঝে বিনামুল্য  উপকরণ বিতরণ ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশায় নওগাঁর কাঁচা মরিচ চাষীরা  ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত মৎস্যজীবী হত্যার ৩ নম্বর আসামি  র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজশাহীতে সেনা অভিযানে হত্যাসহ অসংখ্য মামলার আসামি জুলুসহ গ্রেপ্তার-৩ মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন প্রেমের টানে মেয়ের নানার বাড়িতে ছেলের অনশন, বিয়েতে অনীহা ছেলের পরিবারের রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক

সালথায় মেজর (অবঃ) আতমা হা‌লি‌মের গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
সালথায় মেজর (অবঃ) আতমা হা‌লি‌মের গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ
বিধান মন্ডল (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপল‌ক্ষ্যে ফ‌রিদপু‌রের সালথায় গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ ক‌রে‌ছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর ( অবঃ) আতমা হালিম (দুলু)। বুধবার (১৯ জুলাই) বিকা‌লে উপ‌জেলার মাঝার‌দিয়া ইউ‌নিয়‌নের বি‌ভিন্ন এলাকায় তি‌নি গণসং‌যোগ ক‌রেন, এরপর তি‌নি কাগদী বাজা‌রে গণসং‌যোগ কা‌লে লিফ‌লেট বিতরণ ক‌রেন। এর আ‌গে সোনাপুর ইউ‌নিয়‌নের মোন্তারমো‌ড়ে গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরন ক‌রেন।
এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ওয়াহিদুজ্জামান, রামকান্তপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ও সা‌বেক সেচ্ছা‌সেবকলীগ নেতা মো: ইশারত হোসেন, বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান (লুলু), উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক নাজমুল হো‌সেন, ডাঙ্গী ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সা‌বেক সভাপ‌তি বীর মুক্তি‌যোদ্ধা আঃ কা‌দের মোল‌্যা, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আলী, যুবলীগ নেতা লুৎফর রহমান প্রমূখ। এছাড়া আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপ‌ি‌স্থিত ছি‌লেন।
কাগদী বাজা‌রে গণসং‌যোগকা‌লে আওয়ামীলীগ নেতা মেজর (অবঃ) আতমা হা‌লিম মাঝার‌দিয়া ইউ‌নিয়ন আওয়ামীলীগের সভাপ‌তি ও অত্র ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান মোঃ আফছার মাতুব্ব‌রের সা‌থে সৌজন‌্য সাক্ষাত ক‌রেন। এসময় তি‌নি আফছার মাতুব্ব‌রের খোজ খবর নেন।
গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ শে‌ষে মেজর (অবঃ) আতমা হা‌লিম স্থানীয় নেতাকর্মী‌দের আ‌য়োজ‌নে কাগদী বাজা‌রে এক আ‌লোচনা সভায় যোগ দেন। আ‌লোচনা সভায় তি‌নি ব‌লেন, ফ‌রিদপুর-২ আসন‌টি আওয়ামীলী‌গের, এখা‌নো কোন বিভাজন নয়। আসন্ন সংসদ নির্বাচ‌নে এই আসন‌টি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে উপহার দিব। তাই ভেদা‌ভেদ ভু‌লে সক‌লে মি‌লে একসা‌থে নৌকার প‌ক্ষে কাজ ক‌রি।
তি‌নি আরও ব‌লেন, বঙ্গবন্ধু কন‌্যা আমা‌দের যে নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন তা তা বাস্তবায়‌নে আমরা কাজ ক‌রে যা‌চ্ছি। বর্তমান সরকা‌রের উন্নয়নমূলক কর্মকান্ড তু‌লে ধ‌রে আ‌মি কিছু লিফ‌লেট তৈরী ক‌রে‌ছি, আপনারা সেই উন্নয়‌নের চিত্র জনসাধার‌ণের কা‌ছে তু‌লে ধ‌রেন। শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বাংলা‌দেশ আজ উন্নয়‌নের রোল ম‌ডেল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচ‌নে উন্নয়‌নের প্রতিক নৌকা মার্কায় ভোট দিন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ