দূর্ঘটনা মুক্ত করার লক্ষ্যে রাস্তার পঁচা খড় অপসারণ করছেন চেরাগপুর ইউপি চেয়ারম্যান
মোহাম্মদ আককাস আলী :নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের প্রতিটি পাঁকা রাস্তায় চাষীরা ইরি বোরো ধান মাড়ায় করে খড় শুকানোর কাজ করেন। বৃষ্টির পানিতে অবশিষ্ট খড় পঁচে রাস্তা পিচ্ছিল হয়ে উঠায় অনেক বাইক চালকেরা দূর্ঘটনার কবলে পড়েন। সেই লক্ষে মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) সকাল ৯ টা থেকে চেরাগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র ও সাধারণ সম্পাদক সরদার শহিদুল ইসলাম অপসারনের কাজ শুরু করেন বিভিন্ন রাস্তায় পড়ে থাকা পঁচা খড়ের গাদা। তাঁদের সাথে যুক্ত হন এলাকার সচেতন মানুষ। এব্যাপারে চেরাগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শহিদুল ইসলাম বলেন,শেখ হাসিনা সরকারের উন্নয়নের ফলে প্রতিটি গ্রামের কাঁচা রাস্তাগুলো পাঁকা করন হয়েছে। যার ফলে ওইসব রাস্তায় কৃষকেরা ধানমাড়াই এর কাজ করছেন। ধান মাড়ায়ের পর রাস্তায় পঁচা খড়ের পিচ্ছিলে প্রতিদিন দূর্ঘটার কবলে আহত হচ্ছে পথচারীরা। সেই লক্ষে চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে রাস্তা সংস্কারের কাজ চলমান রযেছে।