বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: “অভাশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে
এ উপলক্ষে সোমবার (১৮আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। উদ্বোধন শেষে বোয়ালমারী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, সমাজসেবা কর্মকর্তা কারীজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী, সহকারী মৎস্য কর্মকর্তা লিয়াকত আলী, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজিমউদ্দিন মিয়া মিলু , উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান বকুল।