হেলাল মজুমদার কুষ্টিয়াকু ষ্টিয়ার ভেড়ামারায় আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আনছারদের ট্রেনিং শেষে ব্রিফিং করছেন উপজেলা প্রশাসন
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার সময় ভেড়ামারা উপজেলা চত্বরে উপজেলা আনছার ও ভিডিপি র আয়োজনে শান্তি শৃঙ্খলা নিরাপত্তায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনছারদের ট্রেনিং পর ব্রিফিং দিচ্ছেন। এবার ভেড়ামারা উপজেলায় ১১ টি পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি আনছার সদস্যরা দায়িত্ব পালন করবে
এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, উপজেলা আনছার বিডিপি কর্মকর্তা তরুন কুমার সহ আনছার সদস্যরা।