নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বালু উত্তোলনের মহা উৎসব, সেই সব স্পটে অভিযান করেছে প্রশাসন। এখানে বিভিন্ন স্পটে অবৈধভাবে পরিবেশের ক্ষতি করে বালু উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন চেষ্টা করছে কিছু Key Spot-এ উপর্যুপরি অভিযান অব্যাহত রেখে অবৈধভাবে বালু উত্তোলনের লাগাম টেনে ধরার।
এরই ধারাবাহিকতায়, গতকাল রাতে ২২ এপ্রিল রাত ১২টায় নলসন্ধ্যা, ঘোনাপাড়া ও আশেপাশের এলাকায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে এক্সক্যাভেটরের ব্যাটারি, কাঁকড়া গাড়ি ও ড্রাম ট্রাকের ব্যাটারি জব্দ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান বলেন, আমরা চাই নাগরপুরের সর্বস্তরের জনগণ আমাদের সাহায্য করবে। শুধু তথ্য দিয়ে নয়, তারা একত্রিত হয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের চিহ্নিত করে নিয়মিত মামলা সহ অন্যান্য আইনী পদক্ষেপ নিবে। উপজেলা প্রশাসন ও নাগরপুরের জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সেই সাথে বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাথে জড়িতদের সার্বিক সহযোগিতা কামনা করছি।