ভেড়ামারায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত
হেলাল মজুমদার কুষ্টিয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাদ দেয়ার প্রতিবাদে এবং এই সংক্রান্ত বৈষম্য দূর করার দাবিতে বুধবার (৩০ জুলাই) সকাল ১০ টার সময় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব হাসানুজ্জামান খসরু ও অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফিরোজ মাহমুদ বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন অক্সফোর্ড কিন্ডাগার্টেন প্রধান শিক্ষক আসাদুজ্জামান জুয়েল ও ভিশন ইংলিশ মডেল স্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম সহ অন্যান্য কিন্ডারগার্টেন প্রধান শিক্ষকগনও বক্তব্য রাখেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব আলহেরা মডেল একাডেমির অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু তার বক্তব্যে অবিলম্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত উক্ত পরিপত্র বাতিল করা না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। উক্ত মানববন্ধন শেষে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের নিকটে স্মারকলিপি প্রদান করা হয়।