হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)
কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার ইশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের পাশের একটি লিচু বাগানে এ পাশবিক ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, একটি হোটেলে কাজ শেষে স্বামীর সঙ্গে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন ওই নারী। পথে মসলেমপুর এলাকায় পৌঁছালে কয়েক যুবক তাদের গতিরোধ করে। পরে স্বামী-স্ত্রীকে জোরপূর্বক রাস্তার পাশের একটি নির্জন লিচু বাগানে নিয়ে যায়। সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে চারজন পালাক্রমে ধর্ষণ করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় দম্পতি থানায় অভিযোগ করেন।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে ভেড়ামারা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—মসলেমপুর গ্রামের মৃত মোজাম্মেল প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক (৪৬), ষোলদাগ এলাকার মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত অকছেদ মণ্ডলের ছেলে টিটু ওরফে টিপু মণ্ডল (৪২), মৃত নবীর মণ্ডলের ছেলে এজাজুল (৪২) এবং মৃত হাবিবুল সরদারের ছেলে ভ্যানচালক রুবেল আলী (২৪)।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, ভুক্তভোগীর স্বামীর দায়ের করা মামলায় গ্রেফতারদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে।
তিনি আরও জানান, ঘটনার পর রাতে ভুক্তভোগী নারীকে পুলিশ হেফাজতে রাখা হয় এবং পরদিন সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগীকে যথাযথ চিকিৎসা ও সহায়তা দেওয়া হচ্ছে। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।