1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
সতন্ত্রপ্রার্থীর দুই বোন ও ভগ্নিপতি  ভোট চাইলেন নৌকায়। - dailynewsbangla
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ঘোড়াঘাটে ইউপি কর্মকর্তাকে বরণ ও গ্রাম পুলিশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভেড়ামারায় মাজারে গাঁজা খাওয়া নিয়ে দ্বন্দ্ব এসিল্যান্ড লাঞ্ছিত লালপুরে ঋণের বোঝা সইতে না পেরে  কবিরাজের আত্মহত্যা  লালপুরে বিএডিসির ‘পানাসি’ সেচ উন্নয়ন প্রকল্পে ধাপে ধাপে অনিয়ম রাজশাহীতে চুরির এক মাস পর নাটকীয় মামলা, মুক্তি পেতে সংবাদ সম্মেলন    কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ জন ভারতীয় নাগরিক আটক বোয়ালমারীর একতারা দোতারা যাচ্ছে লালনের মাজারসহ বিভিন্ন জেলায় ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার এক শিক্ষার্থী বহিষ্কার পবিত্র হজের ফরজ ও ওয়াজিবগুলো পালনে চেষ্টা করতে হবে–জেলা প্রশাসক লালপুরে খাস পুকুর ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন

সতন্ত্রপ্রার্থীর দুই বোন ও ভগ্নিপতি  ভোট চাইলেন নৌকায়।

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

সতন্ত্রপ্রার্থীর দুই বোন ও ভগ্নিপতি  ভোট চাইলেন নৌকায়।

মো.বেল্লাল হোসেন. দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্রকরে দশমিনা-গলাচিপা আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগ (নৌকা) ও সতন্ত্র প্রার্থী (ঈগল) সমর্থনে জমে উঠেছে নির্বাচনী  প্রচার প্রচারনা। নির্বাচনে বিজয়ী করার লক্ষে এক একজন ভোট প্রার্থীর কাছে নানান কৌশল অবলম্বন করছে।
সাবেক এমপি এসএম শাহজাদা (নৌকা) এবং সতন্ত্রপ্রার্থী(ঈগল)  ছাড়া অন্য ৫ প্রার্থীর নেই কোন প্রচার প্রচারনা। লে.জেনারেল আবুল হেসেন (ঈগল) এর নির্বাচনী প্রচার প্রচারনায় দশমিনা-গলাচিপার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের একাংশ প্রকাশ্যে কাজ করলেও নৌকা বিজয়ের লক্ষে দশমিনা-গলাচিপা উপজেলায় তৃনমূল নেতাকর্মী ও সমর্থকদের দারে দারে ভোট প্রার্থনা কাজ করেন।
সতন্ত্র প্রার্থী লে.জেনারেল আবুল হোসেনের বড় বোন ফৌজি আফা, লিপি আফা ও ভগ্নিপতি  ফোরকান মিয়া গত রবিবার বিকেলে নৌকা প্রতীকের সমর্থনে উপজেলার রনগোপালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সভায় উপস্থিত ছিলেন।
কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ফৌজি আফা (বেগম আফা) বলেন,  আমি ইডেন কলেজে পড়াশুনা করেছি। আমার ৭০ বছর বয়সে ইডেন কলেজে পড়াশুনার সময় সভানেত্রী ছিলাম।আমি বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখার ও কথা বলার সৌভাগ্য হয়েছে। শেখ হাসিনা আফাকে কাছ থেকে দেখেছি। আমি শেষ বয়সে বেইমান হতে চাইনা।আমার পরিবারের সকলে নৌকার প্রেমিক। বঙ্গবন্ধুর আদর্শ কে আমরা লালন করি এবং শেখ হাসিনা আফার উন্নয়নকে বিশ্বাস করি। তাই আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফার মনেনিত প্রার্থী এসএম শাহজাদাকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করে শেখ হাসিনা আফাকে আবার প্রধানমন্ত্রী করার আহবান জানা। আমার পরিবারকে কেহ ভুল বুজবেননা আবুল হোসেন নির্বাচন করতে চায়নি অনেকে ওকে বাধ্য করেছে। আমার ভাইকে নয় দেশের উন্নয়নে শেখ হাসিনার মনোনিত প্রার্থী এসএম শাহজাদাকে নৌকা মার্কায় ৭ জানুয়ারি ভোট দিন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ