ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রিফায়েতপুর যুব সংঘ ক্লাব পরিদর্শন করলেন শরীফ উদ্দিন জুয়েল  ধামইরহাটে  অটোরিকশা ও মোটরসাইকেল  সংঘর্ষ, সড়কে ঝরলো আরো একজনের প্রাণ।  যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বোয়ালমারীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, চলছে আপসের চেষ্টা বরেন্দ্র অঞ্চলে মাসকলাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা দশমিনায় বিদ্যুৎ লাইনে পাখি সাপ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ। ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সহ সম্পাদক মনোনীত হলেন ডা. জাহিদ হাসান রিপক বাহাদুরপুরে বিএনপির পথসভা অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান:  অধ্যক্ষ সোহরাব উদ্দিন হোসেনাবাদ টেকনিক্যালে একাদশ শ্রেণিতে সবাই অকৃতকার্য

দশমিনায় ৬ জেলেকে ১ বছর করে কারাদণ্ড

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালী দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ মা ইলিশ শিকারের সময় ২১অক্টোবর দশমিনা উপজেলা নৌ-পুলিশ ফারি,কোস্টগার্ড,উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযান পরিচালোনার সময় ৬জেলেকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাজায়, দশমিনা তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালোনা করার সময় ১.মোঃফারুখ গাজী(৩৫) পিতাঃমোঃ কাসেম গাজী ২. মোঃ রাব্বি গাজী(২০)পিতাঃমালেক গাজী ৩.মোঃবাবুল গাজী(২৫)পিতাঃমালেক গাজী ৪.আরিফ আলম(২৫)পিতাঃতানজিদ ৫.শহিদ সিকদার (৫৫) পিতাঃ হোসেন ৬.রিদয় আকন(২০) পিতাঃহাতেম আকন । সর্বসাং-শৌলা । ইউনিয়ন-কালাইয়া। উপজেলা-বাউফল কে মা ইলিশ শিকারের সময় দশমিনা উপজেলা তেঁতুলিয়া নদী থেকে আটক করা হয়।

দশমিনা নৌ পুলিশ ফারি ইনচার্জ মোঃআবু আব্দুল্লাহ জানান, অভিযান পরিচালোনার সময় তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় ৬জন জেলেকে আটক করি ও ৩টি ইঞ্জিন চালিত বোর্ড,৮টি মা ইলিশ এবং ১ লক্ষ ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়। ৮টি মা ইলিশ বাশঁবাড়ীয়া এতিম খানায় দেয়া হয় এবং জাল পুড়িয়ে ফেলা হয়। গ্রেফতার কৃতদের ভ্রাম্যমাণ আদলতে হাজির করা হলে বিচারক মোঃ আবদুল কাইয়ুম মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন১৯৫০ এর ৫ ধরা মোতাবেক প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেন ।

Tag :

রিফায়েতপুর যুব সংঘ ক্লাব পরিদর্শন করলেন শরীফ উদ্দিন জুয়েল 

দশমিনায় ৬ জেলেকে ১ বছর করে কারাদণ্ড

আপডেট টাইম : ০৯:৪৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালী দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ মা ইলিশ শিকারের সময় ২১অক্টোবর দশমিনা উপজেলা নৌ-পুলিশ ফারি,কোস্টগার্ড,উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযান পরিচালোনার সময় ৬জেলেকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাজায়, দশমিনা তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালোনা করার সময় ১.মোঃফারুখ গাজী(৩৫) পিতাঃমোঃ কাসেম গাজী ২. মোঃ রাব্বি গাজী(২০)পিতাঃমালেক গাজী ৩.মোঃবাবুল গাজী(২৫)পিতাঃমালেক গাজী ৪.আরিফ আলম(২৫)পিতাঃতানজিদ ৫.শহিদ সিকদার (৫৫) পিতাঃ হোসেন ৬.রিদয় আকন(২০) পিতাঃহাতেম আকন । সর্বসাং-শৌলা । ইউনিয়ন-কালাইয়া। উপজেলা-বাউফল কে মা ইলিশ শিকারের সময় দশমিনা উপজেলা তেঁতুলিয়া নদী থেকে আটক করা হয়।

দশমিনা নৌ পুলিশ ফারি ইনচার্জ মোঃআবু আব্দুল্লাহ জানান, অভিযান পরিচালোনার সময় তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় ৬জন জেলেকে আটক করি ও ৩টি ইঞ্জিন চালিত বোর্ড,৮টি মা ইলিশ এবং ১ লক্ষ ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়। ৮টি মা ইলিশ বাশঁবাড়ীয়া এতিম খানায় দেয়া হয় এবং জাল পুড়িয়ে ফেলা হয়। গ্রেফতার কৃতদের ভ্রাম্যমাণ আদলতে হাজির করা হলে বিচারক মোঃ আবদুল কাইয়ুম মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন১৯৫০ এর ৫ ধরা মোতাবেক প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেন ।