কুষ্টিয়া: দেশ গড়তে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দীক এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি।
অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আশরাফুল ইসলাম শিপন। আলোচনায় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশের একজন বহুল জনপ্রিয় নেতা। তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েই নিহত হন। এরপর থেকে দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালানো হয়েছে এবং এখনো ষড়যন্ত্রকারীরা থেমে নেই। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
”অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 









