1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
ডাক্তারের ভুল চিকিৎসায় পঙ্গু হতে চলেছে সিজারের রোগী শিল্পী  - dailynewsbangla
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে সেনা অভিযানে হত্যাসহ অসংখ্য মামলার আসামি জুলুসহ গ্রেপ্তার-৩ মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন প্রেমের টানে মেয়ের নানার বাড়িতে ছেলের অনশন, বিয়েতে অনীহা ছেলের পরিবারের রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক বোয়ালমারীতে মাদক কারবারি আটক ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মান্দায় মাদ্রাসা ভবন নির্মাণের সামগ্রী নিয়ে উধাও শ্রমিকেরা ঘোড়াঘাটে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নওগাঁ পৌরসভার বেহাল রাস্তাগুলো  মৎস্যজীবীকে হত্যার ঘটনায় বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের

ডাক্তারের ভুল চিকিৎসায় পঙ্গু হতে চলেছে সিজারের রোগী শিল্পী 

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

ডাক্তারের ভুল চিকিৎসায় পঙ্গু হতে চলেছে সিজারের রোগী শিল্পী 

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর পত্নীতলায় হলি ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাতে সিজার করার পর থেকে শিল্পী ৬ মাস যাবত পঙ্গু হয়ে বিছানায় কাতরাচ্ছে। ডাক্তারের ভুল চিকিৎসা কারণে শিল্পীর দুই-পা পঙ্গু হতে চলেছে ও দীর্ঘ দিন ধরে মানবতার সাথে জীবন করছে।
রোগীর বাসায় গেলে হলি ডায়াগনষ্টিক সেন্টারের আয়া সাইরা সংবাদকর্মীদের সাথে খারাপ আচরণ করে ও রোগীকে হুমকি ধুমকি দিয়ে বলে তুই সাংবাদিকদের বাসায় নিয়ে এসেছিস তোর ব্যবস্থা আমি করব আমি দেখব, তোকে কে বাঁচাতে আসে আর সাংবাদিক তোকে কি করে বাঁচায়, রোগীর দুই ভাইকে ধমক দিয়ে বলে পুলিশ ও র‍্যাব দিয়ে আমি বাসা থেকে উঠিয়ে নিয়ে যাব। দেখব তোদের, কে বাঁচাতে আসে এইসব বলে তিনি সেখান থেকে চলে যান।
(৩০শে মার্চ) পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের গোয়াল গ্রামের শিল্পী কে সিজার করানো হয় হলি হাসপাতালে (৪ এপ্রিল) ছাড়পত্র দিয়ে ছেড়ে দেয়া হয়। নজিপুর হলি হাসপাতালে, ডাক্তার দেওয়ান সবুর এর নেতৃত্বে সিজার সম্পন্ন হয় ও অ্যানেসথেসিয়া করেন ডাক্তার বাচ্চু। সিজার করার পর থেকে হাঁটাচলাফেরা একেবারের জন্য বন্ধ হয়ে যায়, তবে সিজার করার আগ পর্যন্ত রোগী সুস্থ ও স্বাভাবিক ছিলেন।
রোগীর স্বজনরা বলেন উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নিয়ে যাওয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মনজুরুল হক বলেন, অ্যানেসথেসিয়া রোগে না করে মাংসই করেছে এর ফলে রোগীর দুই পা পঙ্গু হতে চলেছে। তবে চিকিৎসক জানান উন্নত চিকিৎসা ব্যবস্থা করতে পারলে রোগী স্বাভাবিক জীবন যাপনে আবার ফিরতে পারবে, তবে এই চিকিৎসা অনেক ব্যয়বহুল যা করানোর মত সক্ষমতা শিল্পীর পরিবারের পক্ষে সম্ভব নয়, শিল্পীর বড় বোন বলেন ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে আমার বোনের যে করুন অবস্থা হয়েছে। আমি চাইনা আমাদের মত কেউ ভুক্তভোগী হোক। তাই ডাক্তার সবুর ও ডাক্তার বাচ্চু কে আইনের আওতায় এনে অপরাধের শাস্তি দেওয়া হোক। পরবর্তীতে সংবাদকর্মী আসার খবর পেয়ে হাসপাতাল ছেড়ে পালিয়ে চলে যায় ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ