আমাদেরকে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর পথ অনুসরণ করে চলতে হবে– অধ্যক্ষ শাহাবুদ্দিন
(বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় নির্বাহি সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বলেছেন, সকল ক্ষেত্রে আমাদেরকে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর পথ অনুসরণ করে চলতে হবে। বাংলাদেশের জনগণ যদি সকল ক্ষেত্রে হযরত মুহাম্মাদ (সাঃ) এর দিক-নির্দেশনা সঠিক ভাবে মেনে চলে তাহলে অচিরেই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র পরিনিত হবে। ইসলামী রাষ্ট্র কায়েম হলে জনগন ন্যায় বিচার পাবে। ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তিনি সকল জনগনকে জামায়াতে ইসলামী এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। গতকাল শুক্রবারবগুড়ার কাহালুর মুরইল বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরইল ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল সিরাতুন্নবী (সাঃ) এর মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরইল ইউনিয়ন শাখার নায়েবে আমীর ও মুরইল ইউ পি চেয়ারম্যান মাওঃ মো. আব্দুল জলিল। উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পশ্চিম শাখার আমীর অধ্যক্ষ মাওঃ এ কে এম আব্দুল হক সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস শাহীদ খান, সেক্রেটারী আলহ্জ্বা শহীদুর রহমান সবুজ, অফিস সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, কাহালু পৌরসভার কাউন্সিলর ও জামায়াতে ইসলামী কাহালু পৌর শাখার সেক্রেটারী হাফেজ সাইফুল ইসলাম নজরুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরইল ইউনিয়ন শাখার আমীর রেজাউল ইসলাম রাজু, সেক্রেটারী আমিমুল এহসান, জামায়াতনেতা জিল্লুর রহমান প্রমূখ।