বগুড়ায় ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত
(বগুড়া) প্রতিনিধি :বগুড়ায় ট্রাকের ধাক্কায় আব্দুস ছাত্তার (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে মানিক (৩৫) নামে আরো একজন। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জেলার কাহালু উপজেলার রানিহাট-দুর্গাপুর আঞ্চলিক সড়কের ডোমরগ্রাম বোলধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আব্দুস ছাত্তার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ঢাকন্তা এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং আহত মানিক একই এলাকার খলিলের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আহত মানিক একজন মাছ চাষী। মানিক তার মাছ আব্দুস ছাত্তারের ভ্যানে করে বিক্রির উদ্দেশ্যে সাবরুল বাজারে যাবার পথে ডোমরগ্রাম বোলধর এলাকায় একটি অজ্ঞাত ট্রাক ভ্যানটিতে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে ভ্যান চালক আব্দুস ছাত্তার মারা যান এবং ভ্যানে থাকা যাত্রী মানিককে স্থানীয় লোকজন কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান এ সময় অটোভ্যানে থাকা উপজেলার ঢাকন্তা গ্রামের খলিল প্রামানিকের পুত্র মানিক (৩৫) আহত হন। তাকে কাহালু হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ওসি আরো জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। আর নিহত আব্দুস ছাত্তারের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।