মোহনপুর বিদিরপুরে উৎসবমূখর পরিবেশে শেষ হলো ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
রাজশাহী ব্যুরো: দীর্ঘ একযুগ পর অনুষ্ঠিত হওয়া ওয়ার্ড কাপ (বিদিরপুর বাজার) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হয়েছে। টুর্নামেন্টের সবচেয়ে ফেবারিট দল মুগরুইল একাদশ চ্যাম্পিয়ন ও বকপাড়া তরুন সংঘ রানার আপ হয়। খেলাটিতে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে এবং ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় মৌগাছী ইউনিয়নের ৫ ওয়ার্ডের পরাশক্তি দল মুগরুইল একাদশ।
সোমবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী বসন্তকেদার স: প্রা: বি: মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে নেন মুগরুইল দলের অধিনায়ক উজ্জ্বল ও টিম ম্যানেজার আবুল কালাম আজাদ। রানারআপ পুরষ্কার হাতে নেন বকপাড়া তরুন সংঘের অধিনায়ক আরিফ মন্ডল ও ম্যানেজার তারিকুল ইসলাম । টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ হয় মুগরুইল একাদশের রাজু আহমেদ, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয় জুয়েল রানা এবং সেরা গোল রক্ষক হয় বকপাড়া তরুন সংঘের আরিফ মন্ডল। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুর-এ- আলম সিদ্দিকী মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শামসুজ্জোহা শাহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বসন্তকেদার ডিগ্রী কলেজের সভাপতি মিজানুর রহমান মিলন, ৪ নং মৌগাছী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলী, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হাবিবুর রহমান, বসন্তকেদার ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মজিবর রহমান, ক্রিড়া শিক্ষক জিল্লুর রহমান মিঠুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৫ নং ওয়ার্ডের ক্রিড়া প্রেমী খাইরুল, হাসান, সাদ্দাম, নাইমুর, নাহমুল, সইবুর এর উদ্যোগে অক্টোবরের ৫ তারিখে আনন্দ উৎসবের মধ্য দিয়ে রাজশাহীর মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী বসন্তকেদার সরকারি প্রাঃ বিঃ মাঠে শুরু হয়েছিল ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। উক্ত খেলাটিতে একই ওয়ার্ডের ৭ দল অংশগ্রহন করে। খেলায় সর্বোচ্চ পয়েন্ট নিয়ে চারটি দল সেমিফাই নিশ্চিত করে। তারা হলেন মুগরুইল একাদশ, সরকারপাড়া তরুন সংঘ, ফকিরপাড়া ইয়াংস্টার ক্লাব ও বকপাড়া তরুন সংঘ। খেলার নৈপুণ্যতা দেখিয়ে ফাইনাল নিশ্চিত করেন মুগরুইল একাদশ ও বকপাড়া তরুন সংঘ।
এছাড়াও খেলা পরিচালনা করেন জেলা ক্রিড়া সংস্থার সুযোগ্য রেফারি মিলন মাহসুদ এবং সহকারি রেফারি ছিলেন রবিউল ইসলাম সঞ্জু ও আফসার আলী।