1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বগুড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে রেল লাইন অবরোধ স্থানীয়দের - dailynewsbangla
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বঞ্চিত বগুড়ার বিমানবন্দর শীঘ্রই আলোর মুখ দেখছে  বগুড়ায় জামায়াতের শীতবস্ত্র বিতরণ আত্রাই নদীতে খননযন্ত্র ড্রেজার বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন  লালপুরে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবি তেল ব্যবসায়ীর উপর হামলা ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা দশমিনায় মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত একজনের মৃত্যু ভেড়ামারায় পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রান্তিক  কর্মশালা অনুষ্ঠিত। দশমিনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ বগুড়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে ব্লাড ব্যাংক উদ্বোধন

বগুড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে রেল লাইন অবরোধ স্থানীয়দের

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বগুড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে রেল লাইন অবরোধ স্থানীয়দের

( বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার গাবতলীর সুখানপুকুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর সব ধরনের কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল লাইন প্রায় আধ ঘন্টা অবরোধ করেছে স্থানীয় ব্যবসায়ি ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে দোলনচাঁপা নামক একটি আন্তঃনগর ট্রেন থামিয়ে লাইন অবরোধ করেন তারা। এতে ১৫ মিনিট সময় ধরে সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দোলনচাঁপা কমিউটার ট্রেনটি স্টেশনে প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে থাকে। পরে অবরোধ তুলে নিয়ে ট্রেন ছেড়ে দেয় তারা।স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১২ টায় রেলওয়ে স্টেশনে সকল কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে স্টেশনের সামনে লাইন অবরোধ করে এলাকাবাসী। এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী দোলনচাঁপা কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর অবরোধকারীরা ট্রেনটিকে আটকে রাখেন।অবরোধকারীরা জানান, সুখানপুকুর রেল স্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বছরখানেক আগে ধরে কমিউটার ট্রেনের যাত্রা বিরতির জন্য দফায় দফায় দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। আমরা রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ মন্ত্রণালয়ে দাবি জানাচ্ছি কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবির প্রতি ন্যায়বিচার করছে না। তাই আজ স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে অবরোধ করছেন। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্ব দেবেন। সুখানপুকুর রেলওয়ে স্টেশন মাস্টার আরাফাত হোসেন জানান। বেলা সাড়ে ১২ টার দিকে তারা স্টেশন চত্বরে আন্তঃনগর ট্রেন থামিয়ে অবরোধ শুরু করেন। দোলনচাঁপা কমিউটার ট্রেনটি পঞ্চগড় লালমনিরহাট অভিমুখে যাওয়ার জন্য স্টেশনে প্রবেশের সাথে সাথেই ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখে। এসময় তারা সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে বেলা ১২টা ৪৫ মিনিটের সময় ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ