আত্রাই নদীতে খননযন্ত্র ড্রেজার বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
মোহাম্মদ আককাস আলী :
নওগাঁয় আত্রাই নদীতে অবৈধ খননযন্ত্র ড্রেজার মেশিন বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন বন্ধের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাছের মোড়ে নওগাঁ জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিক ও পরিবেশযোদ্ধারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী সাঈদ টিটো, সাংবাদিক ইউসুফ আলী সুমন, পাখি গবেষক মুনসুর সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আমিনুল হক প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই ও বাসস এর নওগাঁ জেলা প্রতিনিধি ইমরুল কায়েশ, ক্যামরো পার্সন রাসেল রানা, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির নেতা মিজানুর রহমান মানিক, মান্দা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক দৈনিক আজকের পত্রিকার সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, মান্দা প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক শাহজাহান আলী দেওয়ান, দৈনিক মানবজমিনের মান্দা প্রতিনিধি পলাশ চন্দ্র সরকার,পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দিন আজাদ, এটিএন বাংলার নির্বাচিত সাদা মনের মানুষ গেছো মামা সামসুদ্দিন মন্ডল,সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন,এম, আর রাজ, সোহেল রানা, নারী নেত্রী ঝর্ণা আক্তার, সাথি আক্তার, আলিমা বেগম, রোজিনা খাতুন, মিম আক্তার, মমি বেগম, আলো খাতুন, আরিফা বেগম, কারিমা সুলতানা, লাভলি বেগম, সালমা আক্তার প্রমুখ।
বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান।