1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বন্ধন অটুট রাখতে ফিলিপনগর হাই স্কুলের ‘এসএসসি-৯২’ ব্যাচের পুনর্মিলনী - dailynewsbangla
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে বিএনপি নেতা উপর হামলা আওয়ামী লীগের কর্মীরা প্রতিবাদে বিক্ষোভ মিছিল  চাপাই নবাবগঞ্জে সাংবাদিককে হত্যা চেষ্টা দৌলতপুর পাইলটের ০৭ ব‍্যাচের দেড় যুগ পূর্তিতে পুনর্মিলনী উদযাপন লক্ষ্মীপুরে সন্ত্রা-সীদের গু-লিতে গু-লিবিদ্ধ এক শিশু পুলিশের কথা বলে বিএনপি ও আ’ লীগ নেতার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উত্তোলন বন্ধন অটুট রাখতে ফিলিপনগর হাই স্কুলের ‘এসএসসি-৯২’ ব্যাচের পুনর্মিলনী বোয়ালমারীতে ১০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন বোয়ালমারীতে ১০ গ্রামে আগামীকাল ঈদ বোয়ালমারীতে ৬ শত অসহায় পরিবার পেলো চেয়ারম্যানের ঈদ খরচ নগদ অর্থ  বোয়ালমারী ভেড়ামারায় শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট এর উদ্যোগে যাকাতের টাকায় গরু বিতরণ

বন্ধন অটুট রাখতে ফিলিপনগর হাই স্কুলের ‘এসএসসি-৯২’ ব্যাচের পুনর্মিলনী

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

বন্ধন অটুট রাখতে ফিলিপনগর হাই স্কুলের ‘এসএসসি-৯২’ ব্যাচের পুনর্মিলনী

নিউজ ডেস্কঃ কুষ্টিয়া দৌলতপুরের ফিলিপনগর হাই স্কুলের এসএসসি-৯২ ব্যাচের পুনর্মিলন ও আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে এই আয়োজন করা হয়। এতে ১৯৯২ সালের এসএসসি ব্যাচের প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ফিরোজ ইকবাল এর সভাপতিত্বে ও স.ম সরওয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন, সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন,সাবেক শিক্ষক আব্দুল গনি, আব্দুল হাই, কে এম বোরহান উদ্দিন, খাজা আহমেদ, আসাদুজ্জামান।

আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এস এস সি ‘৯২-ব্যাচ ফিলিপনগর’ নামে একটি হোয়াটস এ্যাপ গ্রুপ খোলা হয়। সেখানে যুক্ত হন ফিলিপনগর হাই স্কুলের এসএসসি ১৯৯২ ব্যাচের বন্ধুরা। এরপর একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। অনুষ্ঠানে ছিল বাধভাঙা উচ্ছ্বাস। দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে সেলফি তোলা, গল্প, আড্ডা, স্কুল জীবনের স্মৃতি আওড়ানো, সংসার জীবনের বর্তমান ব্যস্ততা- সব মিলিয়ে একটা প্রাণবন্ত উৎসবে মেতে ওঠেন সবাই। সবার মাথাই ছিল স্কুলের লোগোসহ এস এস সি ৯২ সংবলিত ক্যাপ।

পরিচিতি পর্ব, দুপুরের খাবার, নাচ-গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান পরিবেশন করেন ৯২ ব্যাচের শিল্পী মিজানুর রহমান,শরিফুল ইসলাম, কাওছার আলী, শাম্মী আক্তার লিপি সন্তানদের মধ্যে সামিহা জামান ও ফারিহা জামান, মেজবাহ উর রহমান রাফছান।

স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় বিদ্যালয়ের সব শিক্ষার্থী। এসএসসি-৯২ ব্যাচের শিক্ষার্থী বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন, তাদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক ও ব্যবসায়ী। কেউবা প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন এক, সেটা হলো ‘আমরা স্কুল বন্ধু’।

অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন ‘এসএসসি ১৯৯২’ ব্যাচের বন্ধুরা। তার মধ্যে রয়েছেন ফিরোজ ইকবাল , প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবীর মিনার, মাসুদ, জিল্লু, হাফিজুর,শরিফুল,ডিনার, মুকুল,শিরিন,পারুল,লিপি,মিরা,মুক্তা,পলি,সাথী,রেবা, সাহাবুল,রাকিবুল, আনোয়ার,ফাহিনুর,ময়েন, টেটন,ময়নাসহ এসএসসি ব্যাচ ১৯৯২ এর অনেক বন্ধুরা।

আয়োজকরা জানান, ভবিষ্যতে সব বন্ধু মিলে আমাদের এই ব্যাচকে সাংগঠনিক রূপ দেওয়ার মাধ্যমে আর্থিকভাবে যারা পিছিয়ে আছেন, কিংবা মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা, বন্ধুদের যেকোনও বিপদে ও আনন্দে পাশে থাকা ও রাষ্ট্রীয় কোনও দুর্যোগে মানবিক কর্মকান্ডে মানুষের পাশে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ