1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
রাজশাহীতে অবৈধভাবে জমি দখল ও ওয়ারিসদের বিরুদ্ধে মিথ্যা মামলা - dailynewsbangla
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

রাজশাহীতে অবৈধভাবে জমি দখল ও ওয়ারিসদের বিরুদ্ধে মিথ্যা মামলা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

রাজশাহীতে অবৈধভাবে জমি দখল ও ওয়ারিসদের বিরুদ্ধে মিথ্যা মামলা

 

রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে অবৈধভাবে জমি দখল, ওয়ারিসদের মেরে ফেলার হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় মহানগরীর কয়েরদাঁড়া মোড়ে এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় ভুক্তভোগী আরমান আলী, মহরম আলী, জুলমত আলী, আব্দুর রশিদসহ তাদের ওয়ারিস রফিকুল ইসলাম বজলু, ফারুক, লালচান, বাচ্চু, মহসিন, জাহাঙ্গীর ও রিপন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রফিকুল ইসলাম বজলু। বক্তব্যে বজলু বলেন, আমরা সপুরা মৌজার আর এস খতিয়ান নং ৩১০ এবং আর এস ২৫ দাগের. ৩৭৩৭ একর জমির বিনিময়মূল্যে প্রকৃত মালিক বা ওয়ারিস। জমিটির প্রকৃত ওয়ারিস মোট ১১ জন। সেখানে একটি পক্ষ ৪ জনের থেকে ক্রয় করেন। কিন্তু সেই পক্ষটি পুরো জমিটি ভোগ দখল শুরু করেন।

আমরা তাদের থেকে কাগজপত্র দেখতে চাইলে তারা গড়িমশি শুরু করে। এঘটনায় আমরা পবা সিনিয়র সহকারি জজ আদালতে মামলা করি। সেই মামলায় গত ১ এপ্রিল ২০২৪ সালে আদালত জমিটির উপর একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। যা এখনও বলবৎ রয়েছে। উক্ত জমিতে সেই পক্ষের ইন্ধনে একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে শফিকুল ও তার গুন্ডা বাহিনী নিয়ে দখলের চেষ্টা করে।

এসময় আমরা বাধা দিতে গেলে উল্টো আমাদের প্রানে মেরে ফেলাসহ বিভিন্ন ভাবে ক্ষতি করবে বলে হুমকি প্রদান করে। এঘটনায় আমাদের বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় একটি মিথ্যা অভিযোগ করে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এধরনের মিথ্যা অভিযোগ প্রত্যাহারসহ আমাদের জমি বুঝে পেতে চাই।

এসময় সাংবাদিকরা বিভিন্ন ধরনের প্রশ্ন করলে তারা সকল ঘটনা ও দালিলিক কাগজপত্র দেখান। এসময় সকল ঘটনার সাক্ষি দিতে ছুটে আসেন এলাকার নারী পুরুষ। তারা বলেন, বছর দুই তিনেক আগেও সেখানে ফাঁকা ছিল। এখানকার ছেলেরা খেলাধুলা করতো। অথচ আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে পক্ষটি রাতা রাতি বাড়ি করে ফেলে। যা অত্যন্ত অন্যায়। সংবাদ সম্মেলন শেষে অভিযুক্ত জমি দখলকারি শফিকুলের নাম্বার বার বার ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেন নি।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ