1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত - dailynewsbangla
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫

ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী দ্রুত চলন্ত যাত্রীবাহী একটি বাস অটোভ্যানকে সাইড দিতে গিয়ে ভ্যানচালক সহ বাসে থাকা কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে ।

সোমবার (২৬ মে) সকাল ১১ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গোহাটি চারমাথা মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দ্বীন ইসলাম পরিবহন (যাহার নং ঢাকা মেট্রো- ব-১৫-৪৭০৩) নামে দ্রুত চলন্ত যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে একটি ব্যাটারী চালিত অটোভ্যানকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা আহত ৯ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়াও কমপক্ষে আরও ১১জন পার্শ্ববতী ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। আহতদের মধ্যে অটোভ্যান চালক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগদিশপুর দারিয়া এলাকার সাহেব উদ্দিনের
ছেলে হারুনুর রশিদ (৪৮) হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা ডা. প্রিয়াংক কুন্ডু বলেন, স্থানীয় লোকজন আহত অবস্থায় ৯ জনকে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার সোনা মিয়া নামে একজন হাসপাতালে ভর্তি আছেন।গুরুতর আহত অবস্থায় ৪ জনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে, বাকী ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
দূর্ঘটনার বিষয় নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক জানান, দূঘর্টনায় পড়ে থাকা বাসটি  বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ