1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে আড়ায় ঝুলিয়ে পিটুনি ১২জনকে আসামি করে থানায় মামলা  গ্রেপ্তার ৩ - dailynewsbangla
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় মোটরসাইকেল রেসিংয়ে দুর্ঘটনা, দুই কিশোরের মৃত্যু ঘোড়াঘাটে ৭ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ভাঙাচোরা সাঁকো ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুই যুবক আটক  লালপুরে চিকিৎসকের বাসায় চুরি ১০ লাখ টাকার মালামাল লুট লক্ষীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা  বোয়ালমারীতে আড়ায় ঝুলিয়ে পিটুনি ১২জনকে আসামি করে থানায় মামলা  গ্রেপ্তার ৩ ভেড়ামারায় পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার রাজশাহীতে বাকবিতণ্ডার জেরে মিস্ত্রিকে মারধর করে পুলিশে সোপর্দ করল বিজিবি সদস্যরা বিচারহীনতার শিকার পশ্চিম রেলের এক নারী কর্মী, অভিযুক্তকে বাঁচাতে কর্মকর্তাদের চতুরতা

বোয়ালমারীতে আড়ায় ঝুলিয়ে পিটুনি ১২জনকে আসামি করে থানায় মামলা  গ্রেপ্তার ৩

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বোয়ালমারীতে আড়ায় ঝুলিয়ে পিটুনি ১২জনকে আসামি করে থানায় মামলা  গ্রেপ্তার ৩

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা আকিজ জুটমিল এলাকায় চোর সন্দেহে এক চোরকে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে অমানবিকভাবে পিটিয়েছে এলাকাবাসী।

গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে মারপিটের এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে ঝুলিয়ে পিটানোর ভিডিও পাওয়ার পর বিষয়টি জানা যায়।   আড়ায় ঝুলিয়ে পিটুনির ঘটনায় শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় থানায় মামলা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার ফরিদপুর  আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, চোর সন্দেহে যাকে পিটুনি দেওয়া হয়েছে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের সালাম সিকদারের ছেলে সেই আহাদ সিকদার (৩০) শুক্রবার বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন। মামলা নং ২১। মামলায় ডোবরা গ্রামের আলতাফ শেখের ছেলে সাদ্দাম শেখকে (৩০) প্রধান করে ১২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞত আরও ১০-১২ জনকে মামলায় আসামি করা হয়েছে।

উপজেলা যুবদলের সদস্য কালাম শেখের নামও আসামি তালিকায় রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। থানা পুলিশ আসামি সাদ্দাম শেখ (৩০), সুৃরুজ শেখ (২১) ও ইসমাইল শেখকে (২১) গ্রেপ্তার করে।  মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শিমুল মোল্যা বলেন, আসামি সাদ্দাম আর সুরুজ দুই ভাইকে ডোবরা গ্রামের বাড়ি থেকে আর ইসমাইল শেখ আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের ওসমান শেখের ছেলে। তাকে ডুবরা মিলগেট থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, আহাদ সিকদার থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দিলে আমরা মামলা নথিভূক্ত করি। সে একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে একটি মামলার তথ্য জানা গেছে। আরও মামলা আছে কি না, তা খোঁজা হচ্ছে। তবে সে চোর হোক আর যাই হোক তাকে তো অমানবিকভাবে পিটানো যাবেনা। তার জন্য আইন-আদালত আছে। তাকে আগে যখন থানায় দেওয়া হয়েছিল, তখন সে মারপিট করার কথা বলেনি। তখন বললে আমরা আগেই মামলা করার ব্যবস্থা করতাম। তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে চালান করা হয়েছে। সাদ্দাম শেখ হকি স্টিক দিয়ে পিটাচ্ছিল। সে এর মূল নায়ক। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ