বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে গ্রাম পুলিশদের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে পরমেশ্বদী ইউনিয়নের কর্মরত দফাদার মো. কাঞ্চন খালাসীকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে ময়না ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ মো. উজ্জ্বল মীরকে। আগামী ৩ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি করা হয়। বোয়ালমারী উপজেলায় মোট গ্রাম পুলিশ রয়েছেন ৯০ জন, দফাদার রয়েছে ১০জন।
শনিবার সকালে সাতৈর ইউনিয়ন পরিষদে কমিটি উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় গ্রাম পুলিশ নুরুল ইসলাম (মহম্মদ আলীর) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম (মিন্টু)। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. সেলিম বিশ্বাস, পরমেশ্বদী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাফর মোল্যা, সাতৈর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম রিপন, ময়না ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মহিদুল ইসলাম।