মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে দেশীয় অস্ত্র দিয়ে নিজের হাত পায়ের রগ, গলা, গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন জায়গায় কেটে আত্মহত্যার চেষ্টা করেছে এক আদিবাসী যুবক।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের মাইবাদিঘি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাইবাদিঘি গ্রামের মৃত আজিজ পাহানের ছেলে বিশু পাহান (৩৫) বুধবার ভোররাতে সকলের অজান্তে হাতে ধারালো অস্ত্র নিয়ে নিজ ঘরের টিনের চালার উপর উঠে পড়ে।
পরে বিশু পাহানের স্ত্রী স্বামীকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে তাকে ঘরের চালার উপর দেখতে পান তার স্ত্রী জোসনা পাহান। বিষয়টি প্রতিবেশীদের জানানোর পর অনেকে বিভিন্ন উপায়ে তাকে ঘরের চালার উপর থেকে নামানোর চেষ্টা করলেও সকলেই ব্যর্থ হন।
পরে ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে স্থাানীয় প্রসাশনকে জানালে মহাদেবপুর থানাধীন নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স এবং নওগাঁ ফায়ার সার্ভিসের ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন কায়দায় তাকে উদ্ধারের চেষ্টা করেন।
স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় তাকে উদ্ধারের চেষ্টা চালানোর সময় বিশু পাহান নিজে নিজের হাত পায়ের রগ, গলা, গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন জায়গায় কেটে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে তাকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারি দল।
তাৎক্ষণিকভাবে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কারানোর পরামর্শ দেন। পারিবারিক সূত্রে জানা যায় বর্তমানে তার অবস্থা আশংকাজনক (এই প্রতিবেদন লিখা পর্যন্ত)। পরিবার ও স্থানীয়রা জানান প্রায় এক বছর পূর্বেও বিশু পাহান এমন উগ্র আচরণ করেন, তবে সে সময় চিকিৎসা করালে গত ১ বছর যাবত সুস্থ ছিলেন তিনি।
কিন্তু হঠাৎ এমন আচরণ নিয়ে সকলেই শঙ্কিত। বিষয়টির সত্যতা নিশ্চিত করে নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জিয়াউর রহমান বলেন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এমন কাজ করতে পারেনা। বিশু পাহান মানসিক ভারসাম্যহীন। এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, বিষয়টি সম্পর্কে আমি ইতিমধ্যে অবগত হয়েছি, বিশু পাহান হঠাৎ কেন এমন আচরণ করল তা গুরুতসহকারে ক্ষতিয়ে দেখা হচ্ছে।