1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
সামাজিক সচেতনতায় প্রশাসনের অভিযান অব্যাহত কালিহাতীতে বাড়ছে করোনা সংক্রমণ - dailynewsbangla
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন প্রেমের টানে মেয়ের নানার বাড়িতে ছেলের অনশন, বিয়েতে অনীহা ছেলের পরিবারের রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক বোয়ালমারীতে মাদক কারবারি আটক ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মান্দায় মাদ্রাসা ভবন নির্মাণের সামগ্রী নিয়ে উধাও শ্রমিকেরা ঘোড়াঘাটে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নওগাঁ পৌরসভার বেহাল রাস্তাগুলো  মৎস্যজীবীকে হত্যার ঘটনায় বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের ঘোড়াঘাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালংকার লুট থানায় অভিযোগ

সামাজিক সচেতনতায় প্রশাসনের অভিযান অব্যাহত কালিহাতীতে বাড়ছে করোনা সংক্রমণ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১

মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: ক্রমশই বাড়ছে করোনায় সংক্রমিত রোগী সংখ্যা দিন দিন বেড়েই চলছে টাঙ্গাইলের কালিহাতীতে। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ থাকলেও সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কমছে প্রবলভাবে। এমন পরিস্থিতিতে কালিহাতী উপজেলায় সকলের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা অব্যাহত রেখেছেন তার ব্যতিক্রমী উদ্যোগ ‘স্বেচ্ছা অঙ্গীকার’ সংগ্রহ অভিযান।

এর ধারাবাহিকতায় সোমবার (১৪ জুন) উপজেলার এলেঙ্গাতে ‘স্বেচ্ছা অঙ্গীকার’ ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কাম্পেইনে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট, মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা।

এসময় উপস্থিত ছিলেন- কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালেব সিকদার, সাধারণ সম্পাদক হালিম সরকার প্রমুখ।

ক্যাম্পেইনে উপজেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী সমিতি, দোকান মালিক সমিতি ও সিএনজি-অটোরিকশা শ্রমিক নেতারা সকলকে শতভাগ মাস্ক পরাতে স্বেচ্ছায় অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ৫ জুন কালিহাতীতে ভারত ফেরত এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এর পর থেকেই কালিহাতীতে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ