ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ , আজকের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

দশমিনায় আগুনে পুড়ে বসত ঘর ছাই

মোঃবেল্লাল হোসেন: পটুয়াখালীর দশমিনায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মোসা. রিজিয়া বেগম নামে এক স্বামী পরিত্যাক্তা নারীর শেষ সম্বল।মাথার গোজার ঠাই ঘরটুকু রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সোমবার রাত ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা বহু চেষ্টার পরও ওই নারীর শেষ সম্বলটুকু রক্ষা করতে পারেননি।

স্থানীয় আব্বাচ মৃধা ও কামাল প্যাদা জানান, দুই সন্তানের জননী স্বামী পরিত্যাক্তা রিজিয়ার সন্তারা ঢাকায় থাকতেন। রিজিয়া কঠোর পরিশ্রমের মাধ্যমে সংগ্রাম করে উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষিপুর গ্রামে একটি টিনসেট ঘর নির্মাণ করেন। ওই ঘরে তিনি একাই থাকতেন।

রিজিয়ার ছেলে ফয়সালের স্ত্রীর ডেলিভারী সংক্রান্ত কারণে গত বৃহস্পতিবার তিনি ঢাকায় ছেলের কাছে যান। এরমধ্যে রিজিয়ার শেষ সম্বল ফাকা ঘরে সোমবার আগুন লেগে সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় কামাল প্যাদা জানান, আগুনে পুড়ে রিজিয়ার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওনার মাথা গোজার ঠাইটুকু শেষ হয়ে গেছে।

দশমিনা উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রশিদ জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে যাই অনেক চেষ্টা করেও ঘরটি রক্ষা করতে পারিনি। তবে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানিয়েছেন।