ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

ময়মনসিংহে ইউপি নির্বাচনের আচরণবিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহ সদর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ১৫ নভেম্বর ২০২১ তারিখ সোমবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হলের এডভোকেট তারেক সিটি অডিটরিয়াম হলরুমে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার এর আয়োজনে বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক।

জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন, রেপিড একশন ব্যাটেলিয়ান ১৪ এর সেক্টর কমান্ডার মেজর আখের মোহাম্মদ জয়, আনসারের সহকারী পরিচালক ও জেলা কর্মকর্তা মোঃ সোহাগ পারভেজ, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ।

এ সময় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ সরোয়ার জাহান। নির্বাচন প্রতিনিধি গণদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।