ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার ০২

কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৬ নভেম্বর ২০২১ ইং তারিখ আনুমানিক ০৩:২০ ও ০৬:০৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন লাহিনীপাড়া ও মিরপুর থানাধীন বালিয়া শিশা গ্রামে” দুইটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট ৩৪০ (তিনশত চল্লিশ) পিছ, যাহার আনুমানিক মূল্য- ৮৫,০০০/- (পঁচাশি হাজার) টাকা, মোবাইল ফোন-০৫ টি, সীম-০৯ টি, মোটরসাইকেল-০২ টি এবং নগদ- ৯৬৬০/- টাকা সহ ০২ জন আসামী ১। মোঃ জসিম উদ্দিন @ স্বপন (৩৮), পিতা- মৃত আশরাফ আলী, সাং-আড়–য়াপাড়া, থানা-কুষ্টিয়া সদর ২। মোঃ হাসান আলী (৩১), পিতা- মোঃ জমসের আলী, সাং-বালিয়া শিশা, থানা-মিরপুর, উভয় জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী ও মিরপুর থানায় মাদক আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার কুমারখালী ও মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন
মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।