মোঃবেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি: “আপনার অধিকার, আপনার দায়িত্ব;দুর্নীতিকে না বলুন” আন্তর্জাতিক র্দ্নুীতি প্রতিরোধ দিবস পালন উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায়সকালে উপজেলা র্দ্নুীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনের সড়কে প্রায় ঘন্টাব্যপী এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। এরআগে, জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা র্দ্নুীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহম্মেদ ইব্রাহিম অরবিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার,মোশারফ হোসেন, কাজী আনোয়ার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইউচ এম ফোরকান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ বেল্লাল হোাসেন।