ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

দৌলতপুরে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ

জিল্লুর রহমান, ডেইলি নিউজ বাংলা ডেক্স: মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা দেশের ন্যায় কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রশাসনের নানা  আয়জনের মধ্য দিয়ে বীর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। এসময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্টজন থেকে শুরু করে সর্বসাধারণ।

সেই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। বিজয় শোভাযাত্রাসহ  বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন উপজেলা  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ  সাধারণ মানুষ।

বৃহস্পতিবার  সকালে পূর্ব আকাশে ভোরের সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে যায় দৌলতপুর উপজেলার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও স্মৃতিফলক। সেই সাথে বীর মুক্তিযুদ্ধের সংবর্ধনা জানিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।