ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

গোদাগাড়ী দেওপাড়া ইউপি চেয়ারম্যান সহ সদস্যদের বরণ সভা ও সুবর্ণজয়ন্তী উদযাপন

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭ নং দেওপাড়া ইউনিয়নের নবনির্বাচিতদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে বরণ করে রাজশাহী গোদাগাড়ী উপজেলার ৭ নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সকল সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

২৪ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২.৩০ মিনিটে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুর ফুটবল মাঠে এই সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো আয়োজনকে অলঙ্কিত করেছেন রাজশাহী-১ আসনের (তানোর-গোদাগাড়ী) এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

দেওপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করেন তারা অবশ্যই নৌকাকে ভালবাসেন। আর নৌকার যোগ্য মাঝি হিসেবে সোহেলকে নির্বাচিত করেছেন আমাদের জননেত্রী সম্মানিত প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আপনারা নৌকাকে ভালবেসে যেভাবে সোহেলকে বিজয়ী করেছেন, সত্যিই তা প্রশংসার দাবিদার। সোহেল আপনাদের সম্মান রাখবে, নৌকার মান রাখবে। আপনারা সার্বিক সহযোগিতা করবেন সোহেল আপনার এলাকার উন্নয়ন করবে ইনশাআল্লাহ।

৭ নং দেওপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, আমাকে আপনারা যেভাবে ভালবাসা দিয়ে নির্বাচনে জয়লাভ করেছেন। সেই ভালবাসা ধরে রেখে আপনাদের নিয়ে ইউনিয়নের সকল উন্নয়নে অংশ গ্রহণ করবো। আপনাদের ভালবাসার মান রক্ষা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, নৌকার মাঝি হয়ে নৌকার উন্নয়ন তথা সরকারের বিভিন্ন উন্নয়নে দেওপাড়া বাসিকে নিয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমানুল হাসান দুদু, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভা চেয়ারম্যান আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সাল্টু, রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজবুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য আজকের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় বিশ হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।