ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বাশঁখালী দেশীয় তৈরী এলজিসহ ০৪ পিস কার্তুজ’সহ গ্রেফতার ০১

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাশঁখালী থানার এস আই (নিঃ) আহসান হাবীব সঙ্গীয় এ এস আই আব্দুল খালেক, ও ফোর্স সহ অদ‍্য ৩১/১২/২১ইং তারিখ ২১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া বাশঁখালী থানাধীন বাশঁখালী পৌরসভাস্হ ভিলেজার পাড়া গোপন সংবাদের ভিত্তিতে আাসামি মোঃ রফিকুল ইসলাম (৪৫),পিতা মৃত সিরাজ মিয়া, সাং জঙ্গল জলদি, ভিলেজার পাড়া,৮নং ওয়ার্ড, থানা-বাশঁখালী, জেলা- চট্টগ্রাম এর নিজ বসত ঘরের পাশ্বে রান্না ঘরের সিলিং এর উপর পুরাতন সিমেন্ট এর ব্যাগে ভর্তি একটি দেশীয় এলজি ০৪ রাউন্ড ওএকটি সুইচ গিয়ার ছোরা উদ্বার পূর্বক গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।